মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ  আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়: মৌসুমী ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে মায়ের উপর নির্যাতনের বিচার চাইলেন ছেলে  বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা এক পরিবারে তিনের বেশি ব্যাংক পরিচালক নয় আমতলীর দলিলের বালাম ১৯০১-১৯৯২ সাল পর্যন্ত আজো বরগুনা জেলায় পৌঁছেনি মীরসরাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার তাড়াশে আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় চক্ষু বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক শ্রীপুরে হত্যা মামলার দুই আসামী আটক ভারতজুড়ে কংগ্রেসের বিক্ষোভ

নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল

নেপালের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জেষ্ঠ্য নেতা রাম চন্দ্র পাওদেল দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

রাজধানী কাটমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় অবস্থিত নেপালের পার্লামেন্ট ভকনে বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, চলে বিকাল ৩টা পর্যন্ত। তারপর ভোট গণনা শেষে রাম চন্দ্র পাওদেলকে দেশের নতুন রাষ্ট্রপতি ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন।

নেপালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন কেবল দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার সদস্যরা। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্যসংখ্যা ৩১৩ জন এবং ৭টি প্রদেশের আইনসভাগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা ৫১৮ জন।

দেশটির সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ৫২ হাজার ৭৮৬টি ভোট বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় পার্লামেন্ট সদস্যদের একটি ভোটকে ধরা হয় ৭৯টি ভোট এবং প্রাদেশিক আইনসভার সদস্যদের এক একটি ভোটের মান ৪৮টি ভোটের সমান।

বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সদস্যদের জন্য দু’টি পৃথক বুথ করা হয়েছিল। ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, রাম চন্দ্র পাওদেল পেয়েছেন ৩৩ হাজার ৮০২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী সুভাষ চন্দ্র নেবাং পেয়েছেন ১৫ হাজার ৫১৮টি ভোট।

সেই অনুযায়ী, মোট ৫২ হাজার ৭৮৬টি ভোটের মধ্যে গণনা করা হয়েছে ৪৯ হাজার ৩২০টি ভোট, বাকি ৩ হাজার ৪৬৬টি ভোট বাতিল হয়েছে।

নেপালের কেন্দ্রীয় পার্লামেন্ট ও আইনসভাগুলোতে বর্তমানে ৯টি রাজনৈতিক দলের সদস্যদের পাশাপাশি উলে­খযোগ্যসংখ্যক স্বতন্ত্র আইনপ্রণেতাও রয়েছেন। নেপালের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে সিপিএন-ইউএমএল ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি) ব্যতীত সব দলীয় আইনপ্রণেতা রাম চন্দ্র পাওদেলকে সমর্থন করেছেন। অন্যদিকে, নিজ দল ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন পেয়েছেন সুভাষ চন্দ্র নেবাং। আরপিপি এই নির্বাচনে অংশগ্রহণ ও ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *