ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • / ৪৪৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় ১২ বছর পর স্বামী ফরিদুল রেজা ফরিদকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আব্দুল বাকী ও আসামী পক্ষের আইনজীবি রাষ্ট্র নিযুক্ত অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন কক্ষে আসামী ফরিদুল রেজা ফরিদ মেয়ের সামনে স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় নিহতের মেয়ে দিপা ডাক চিৎকার শুরু করলে দিপাকেও হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে আঘাত করলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়।

এ ঘটনায় নিহতের ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ঐদিনই থানায় এজাহার দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী জানিয়েছেন, মামলায় দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে আদালতে।

এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানানো হয়।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আপডেট সময় : ০৪:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় ১২ বছর পর স্বামী ফরিদুল রেজা ফরিদকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাডভোকেট আব্দুল বাকী ও আসামী পক্ষের আইনজীবি রাষ্ট্র নিযুক্ত অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন কক্ষে আসামী ফরিদুল রেজা ফরিদ মেয়ের সামনে স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় নিহতের মেয়ে দিপা ডাক চিৎকার শুরু করলে দিপাকেও হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে আঘাত করলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়।

এ ঘটনায় নিহতের ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ঐদিনই থানায় এজাহার দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী জানিয়েছেন, মামলায় দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে আদালতে।

এই রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট হলেও আসামী পক্ষ উচ্চ আদালতে আপিল করবেন বলে জানানো হয়।

 

বা/খ: জই