সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এনায়েতপুরে স্বাধীনতার মাসে নৌকা প্রতীকে ভোট দেয়ার শপথ সমাবেশ জনগণের মুখের হাঁসি ধরে রাখাই আমার লক্ষ্য মহিপুরে দেড় কোটি টাকার অবৈধ হাঙ্গর শাপলাপাতা ও নাংলা মাছ জব্দ রংপুর চেম্বারে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত  রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ : আহত ১৪ ঘোড়াঘাট আরসি বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান কলমাকান্দায় উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক নওগাঁয় ব্যবসায়ির ১৪ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ নওগাঁয় উদ্যোক্তা মেলায় ১৬ লাখ টাকার বেচাকেনা : সময় বৃদ্ধির দাবী একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক

দেশে উচ্চ রক্তচাপের রোগী সাড়ে ৪ কোটির বেশি

দেশে উচ্চ রক্তচাপের রোগী সাড়ে ৪ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক : দিন দিন বাড়ছে অসংক্রামক রোগ। শুধু শহর নয়, গ্রামেও বাড়ছে উচ্চরক্তচাপের রোগী। মফস্বলে ১০০ জনের মধ্যে ২৯ জনই ভুগছেন এতে। ৮ উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতির জরিপে এসেছে এ তথ্য। কায়িক শ্রম কমা ও অতিরিক্ত লবণ খাওয়াতেই এর প্রকোপ বাড়াছে, জানাচ্ছেন গবেষকরা।

গ্রামে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস পরিস্থিতি জানতে ২০২২ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর ও ডায়াবেটিক সমিতি। জরিপ চলে ৮ উপজেলায় ১০ হাজার ২২৩ জনের ওপর।

২০১৮ সালের জরিপে গ্রামে উচ্চরক্তচাপের হার ছিল ১৯ ভাগ। সবশেষ জরিপে তা বেড়ে হয়েছে প্রায় ২৯ ভাগ। অর্থাৎ সাড়ে চার কোটি মানুষের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। চার বছরেই রোগী বেড়েছে দশ ভাগ। পুরুষের তুলনায় নারীদের মধ্যে উচ্চরক্তচাপের রোগী বেশি।

নগরায়নের প্রভাবে গ্রামের ৬৭ ভাগ মানুষ কায়িক পরিশ্রম করে না। ধূমপান করে ৩০ ভাগ মানুষ। স্বাভা্বিকের চেয়ে ওজন বেশি ৪৬ শতাংশের। গত চার বছরে গ্রামে স্থূলতার হার দ্বিগুণ হয়েছে। এসব কারণে বাড়ছে উচ্চরক্তচাপের রোগী।

গ্রামে উচ্চরক্তচাপ: ২০১৮ ১৯%, ২০২২ ২৯%, রোগী বৃদ্ধি ১০%। গ্রামে উচ্চরক্তচাপ: আক্রান্ত ২৯ %, নারী ৩০%, পুরুষ ২৬ %।

এদিকে গ্রামের বেশিরভাগ মানুষই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করেন না। ফলে আক্রান্তদের অনেকেই জানেন না তাদের উচ্চরক্তচাপ আছে। এতে কিডনি বিকল, স্ট্রোক ও হৃদরোগের নীরব ঝুঁকিতে অনেক রোগী।

২০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডায়াবেটিসের পাশাপাশি উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে বিনামূল্যে ওষুধ দিচ্ছে সরকার। এছাড়া স্বাস্থ্য বিভাগের হিসেবে দেশে প্রতি চার জনে একজন উচ্চরক্তচাপের রোগী। আর শুধু বয়স্ক নয়, তরুণরাও আক্রান্ত হচ্ছে এই রোগে, যাকে উদ্বেগজনক বলছেন চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *