লিমন মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে ‘মুজিব পল্লী’।উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামে মুজিব পল্লীর মাটি ভরাটের কাজ শুরু হয়েছে । শনিবার (১৮ মার্চ) দুপুরে বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, মহিলা ইউপি সদস্য রুহেনা বেগম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলী আমজাদ প্রমুখ।
প্রকৃত ভূমিহীন ওগৃহহীনদের ঘর দেয়া হবে জানিয়ে চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সারা দেশের ন্যায় এ ইউনিয়নে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর পার্শ্ববর্তী মুজরাই গ্রাম সংলগ্ন ‘মুজিব পল্লী’র নির্মাণ কাজ চলছে।
বা/খ: এসআর।