// আশরাফুল ইসলাম রনি, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি //
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের খসড়া বাজেট ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫মে) দুপুরে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো: বাবুল শেখের সভাপতিত্বে এ উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইউপি সচিব মো: মহব্বত হোসেন তালুকদার উক্ত উম্মুক্ত বাজেট সভায় সম্ভাব্য বাজেট পাঠ করেন। বার্ষিক সভায় তাড়াশ সদর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯৯ লাখ ২৫ হাজার ৯শ’ ৩২ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৮৪ হাজার ৫ষ’ ৩২ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৪১ হাজার ৪শ’ টাকা।
উম্মুক্ত বাজেট সভা পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সদস্য সোলায়মান আলী, আক্তার হোসেন, ভুলন চন্দ্র ও উষা রানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ।