মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় আ. রব সেরনিয়াবাতের জন্মদিন উদযাপন রমযান মাসজুড়ে অসহায় গরীব রোজাদারদের ভরসা চেয়ারম্যান শাকিল সিরিজ জয় নিশ্চিতের মিশনে দুরন্ত বাংলাদেশ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন বেলকুচির সাবেক এমপিএ ড. আবু হেনার প্রথম জানাজা সম্পন্ন  সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই: হানিফ রাবিতে স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চার লক্ষাধিক  সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ  আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়: মৌসুমী ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে মায়ের উপর নির্যাতনের বিচার চাইলেন ছেলে  বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা

তাড়াশে বিদ্যালয়ের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতার হামলা-ভাংচুর

তাড়াশে বিদ্যালয়ের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতার হামলা-ভাংচুর

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান চলাকালে সামনের চেয়ারে বসতে দেয়া নিয়ে হামলা ও চেয়ার ভাংচুর করে অনুষ্ঠান বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। রোববার (৫মার্চ) দুপুরে তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সগুনা ইউপি সদস্য সুজন সরদার জানান, ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫৪তম  ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যালয়ের সভাপতি ও আমার চেয়ারে স্থানীয় আব্দুল হালিম মন্ডলকে বসতে না দেয়ায় তার ছেলে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আনিস মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডল, জেহাল মন্ডলের নেতৃত্বে ১০/১৫ জন এসে হঠাৎ করে ৫০টির মত চেয়ার ভাংচুর করে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃস্টি হয়েছে।

উপজেলার ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তোফা কামাল জানান, আমার প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সকলকে দাওয়াত দিয়েছি ও বসতে দেয়ার পরেও অনুষ্ঠান চলাকালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলসহ ১০/১৫ জন হঠাৎ করে এসে হামলা চালিয়ে ৫০টি অধিক চেয়ার ভাংচুর করে ও অনুষ্ঠান বন্ধ করে দেয়।

ধামাইচহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আবু হাসিম খোকন বলেন, অনুষ্ঠান চলাকালে কোন কিছু বুঝে ওঠার আগেই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। সেটা নিয়ে বিদ্যালয়ে আমরা আলোচনায় বসেছি।

এ সংক্রান্ত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলসহ অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় কারো বক্তব্য পাওয়া যায়নি।

তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, যদি কেউ অন্যায় করে। সে ছাত্রলীগের নেতা হোক আর যাই হোক তাকে ছাড় দেয়া হবে না। এ বিষয়ে অভিযোগ অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) রন্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। উভয়পক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বা/খ: এসআর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *