শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য  চিতলমারীতে ৬ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদন্ড মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি দোকানকে জরিমানা ৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই: ইসি কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত  আফগানিস্তানকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা

গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবায় মডেল কয়রার বতুলবাজার কমিউনিটি ক্লিনিক

গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবায় কয়রার বতুলবাজার কমিউনিটি ক্লিনিক

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবার সুযোগ পল্লী জনপদের মানুষের জীবনে এনেছে স্বস্তি। প্রথমদিকে সচেতনতার অভাবে কমিউনিটি ক্লিনিকে সেবা গ্রহিতাদের ভীড় না থাকলেও এখন ক্লিনিকগুলোতে রোগীর ভীড় ক্রমশ বাড়ছে। আর এ সকল ক্লিনিকের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হচ্ছে। ইতিমধ্যে উপকুলীয় জনপদ কয়রার উত্তর বেদকাশি বতুলবাজার কমিউনিটি ক্লিনিকের অধিক সেবা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সরকারের পাশাপাশি এই ক্লিনিকটি জনসাধারনও দেখাশুনা করছে এর স্বাস্থ্য সেবা। ক্লিনিকের পরিপাটি আর সবুজ সমাহার যেন চিকিৎসা সেবা নিতে আসা আমজনতার মনের খোরাপ যোগাচ্ছে। সে এক মনোরম ছায়া ঢাকা পরিবেশে পল্লীর মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। ভাল সেবা পেয়ে অসহায় সাধারন মানুষজনও বেজায় খুশি।

গতকাল সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার অবেহেলিত জনপদ বতুলবাজার গ্রামে অবস্থিত ক্লিনিকটি সবুজ গাছগাছালির মধ্যে দাঁড়িয়ে আছে। পরিবেশ আর পারিপার্শ্বিক অবস্থা খুবই ভাল। স্বাস্থ্য সেবায় সব সময় প্রস্তুত সিএইচসিপি। সাধারন মানুষ আসলেই নিমিষেয় দেয়া হচ্ছে স্বাস্থ্য সেবা। যে কারণে প্রতিনিয়ত রোগীর ভীড় লেগেই আছে।

সেবা নিতে আসা আশালতা মুন্ডা বলেন, সব সময় ক্লিনিকটি খোলা থাকে। স্বাস্থ্য সেবা পেতে তাদের কোন ভোগান্তীতে পড়তে হয় না। ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য আবু হাসান বলেন, এখানে বিভিন্ন প্রকার ওষুধ বিনামূল্যে বিতরণের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার-পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক পরামর্শ দেয়া হয়। এ ছাড়া করোনার টিকা প্রদান, ইপিআই টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে এই ক্লিনিকে। মানুষের দ্বোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবার কারণে বড় ধরনের অসুখ ছাড়া উপজেলা ও জেলা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া কমিয়ে দিয়েছে অবহেলিত এ জনপদের মানুষেরা।

বতুলবাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোছাঃউম্মে হানী বলেন, বর্তমানে ক্লিনিকটি প্রাচীর দিয়ে আটকানো হয়েছে। তাছড়া ভাল পরিবেশ ঠিক রাখতে বিভিন্ন প্রজাতির ফুলবাগান ও সবুজ বেষ্ঠনি গড়ে তুলতে গাছ লাগানো হয়েছে। এখানে সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় গর্ভবর্তী মহিলাদের প্রসবপূর্ব প্রতিষেধক টিকাদান এবং প্রসব পরবর্তী নবজাতকের সেবা দেয়া হয়। তিনি আরও জানান, এই কমিউনিটি ক্লিনিকে এ পর্যন্ত অনেক নবজাতক প্রসব করানো হয়েছে। তাছাড়া অন্যান্য রোগের জন্য সব সময় চিকিৎসা দেয়ার পর বিনামূল্য ওষুধ দে য়াহয়।

ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিতা রানী মন্ডল বলেন, এই ক্লিনিকে সব চিকিৎসা হয়। ওষুধ কিনতে হয় না। ক্লিনিক থেকে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। আগে শহরে গিয়ে চিকিৎসা নিতে হতো। সময় লাগতো বেশী, টাকাও খরচ হতো। কিন্তু এখনআর বাইরে যেতে হয় না। সাধারন রোগের চিকিৎসা তারা এখান থেকেই পাচ্ছেন।

ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্য পরিদর্শক মোঃ আকবার হোসেন বলেন, বতুলবাজার কমিউনিটি ক্লিনিকে সময়মত প্রতিষেধক টিকাদান যক্ষা, ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, ধনুষ্টংকার, হাম, হেপাটাইটিস-বি, নিউমোনিয়াসহ শিশু ও কিশোর-কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেয়া হয়। জনগণের জন্য বিশেষ করে মহিলা ও শিশুদের অপুষ্টি দূরীকরণের জন্য ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ ও সেবা প্রদান করা হয়। ম্যালেরিয়া, যক্ষা, কুষ্ঠ, কালা-জ্বর, ডায়রিয়াসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধ ব্যবস্থাএ বং সেগুলোর সীমিত চিকিৎসা সুবিধা রয়েছে। সাধারন জখম, জ্বর, ব্যথা, কাটা, পোড়া, সাপের দংশন, বিষক্রিয়া হাঁপানী চর্মরোগ, ক্রিমি এবং চোখ, দাঁত ও কানের সাধারন রোগের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি সংক্রান্ত বিভিন্ন উপকরণ, যেমন-কনডম, পিল, ইসিপি ইত্যাদি সার্বক্ষণিক সরবরাহ ও বিতরণ নিশ্চিত করা হয়। সব চেয়ে মজার বিষয় সদ্য বিবাহিত ও অন্তসত্বা মহিলাদের নিবন্ধিকরণ ও সম্ভাব্য প্রসাবের তারিখ সংরক্ষণ করতে হয় কমিউনিটি ক্লিনিকে। মহিলা ও কিশোর-কিশোরীদের রক্তস্বল্পতা সনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় বতুলবাজার ক্লিনিকে।

উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যানআলহাজ্ব সরদার নুরুল ইসলাম বলেন, বতুলবাজার কমিউনিটি ক্লিনিকের চিকিৎসার মান খুবই ভাল। তিনি নিজ উদ্যোগে বরাদ্ধ দিয়ে ক্লিনিকের উন্নয়ন কাজ করে যাচ্ছেন । চমৎকার পরিবেশ দেখে তিনিপর্যায়ক্রমে অধিক বরাদ্ধ দিয়ে আরও দৃষ্টিনন্দন করার আশাও ব্যক্ত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুজিত কুমার বৈদ্য বলেন, বতুলবাজার কমিউনিটি ক্লিনিকের কারণে এই এলাকার দরিদ্র মানুষ আজ সঠিকভাবে স্বাস্থ্য সেবা পাচ্ছে। উক্ত কমিউনিটি ক্লিনিকের রোগীর সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে। বর্তমানে কয়রা উপজেলার মধ্যে বতুলবাজার কমিউনিটি ক্লিনিককে মডেল ক্লিনিক হিসাবে ঘোষণা করা হয়েছে।

খুলনা জেলা সির্ভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, আমি একাধিক বারবতুলবাজার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছি। সেখানে স্বাস্থ্য সেবার মান খুবই ভাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *