ক্রিস গেইল যোগ দিলেন সাকিবের দলে
- আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
- / ৪২৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
এবার সাত ফ্র্যাঞ্চাইজি নিয়ে জমজমাট লড়াইয়ে মেতে উঠবে বিপিএল। আর চার-ছক্কার পসরা মিলিয়ে মাঠ কাঁপাতে এবার বিপিএলে যুক্ত হচ্ছেন ক্রিস গেইল। ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজি দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানকে। অর্থাৎ বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবেন গেইল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেই বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশের এ ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। যে কারণে দল গঠনের কাজে এখনই নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
কাল শুক্রবার আফগান ক্রিকেটার করিম জানাতকে দলে ভেড়ানোর খবর জানায় বরিশাল। ঘটনার কিছু সময়ে পরে টি-টোয়েন্টির বিশ্বতারকা ক্রিস গেইলকে দলে যোগ করে গত আসরের ফাইনালিস্ট দলটি।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।
পোস্টে তারা লিখেন, আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল।
গেইল ছাড়াও বিদেশি খেলোয়াড়দের মধ্যে আরো দুজনকে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। তারা হলেন— ক্যারিবীয় অলরাউন্ডার রাহকিম কর্নওয়াল ও আফগানিস্তানের মারকুটে ব্যাটার ইব্রাহীন জাদরান।
প্রসঙ্গত গেল আসরে অবশ্য শুরুর দিকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি গেইল। সেরা সময় পেছনে ফেলে আসা এ তারকার কাছ থেকে কি চাহিদা অনুযায়ী পারফরম্যান্স পায়নি ফরচুন বরিশাল। প্রথম ৫ ম্যাচে ২৩.৪০ গড় আর ১১৭ স্ট্রাইকরেটে গেইল করেন ১১৭ রান। যে কারণে সে সময় প্রশ্ন উঠেছিল গেইল কি বরিশালের বোঝা? এবার গেইল কতটা জ্বলে উঠে তা দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।