সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেড়া পাম্পিং ষ্টেশন-বাঘাবাড়ি সড়ক পুনঃনির্মাণে আড়াই যুগের দুর্ভোগ লাঘব আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুয়াকাটা স্পিড বোট মালিক সমিতির বার্ষিক বিনোদন

কুয়াকাটা স্পিড বোট মালিক সমিতির বার্ষিক বিনোদন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটা স্পিড বোট মালিক সমিতির বার্ষিক বনভোজন বিনোদনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে স্পিড বোট মালিক ও শ্রমিকরা পটুয়াখালী বনবিভাগের টেংরাগিরি ইকো পার্কে দিনবর ঘোরাঘুরি, প্রকৃতি দর্শন ও পর্যটকদের জন্য নতুন নতুন দর্শনীয় সৃষ্টির লক্ষ্যে কাজ করে। নৃত্য,খেলাধুলা ও বিনোদন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে আনন্দঘন পরিবেশে আবার কুয়াকাটায় ফিরে এসে পর্যটকদের সেবায় ব্যস্ত হয়ে পরে।
স্পিড বোটে সমুদ্র পথে দর্শনীয়  স্পট ঘুরিয়ে দোখানো, সমুদ্রে জেলেদের মাছ ধরা উপভোগসহ নানা বিনোদন দিয়ে আসছে কুয়াকাটা স্পিড বোট মালিক সমিতির সদস্যরা। পর্যটকদের গাইড হিসেবেও কাজ করে এরা। পর্যটকদের বিনোদন দেবার পাশাপাশি এবার নিজেরাই বিনোদনে দিনভর মেতে ছিলেন।
কুয়াকাটা স্পিড বোট মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ বেল্লাল খলিফা ও সাধারন সম্পাদক মোঃ জনি আলমগীর জানান, স্পিড বোটে আমরা সমুদ্র ও নদী পদে পর্যটকদের বিনোদন দিয়ে থাকি। সারা বছর পর্যটকদের সেবা এবং বিনোদন দিয়ে আসলেও স্পিড বোট চালকরা বিনোদনের সময় পাচ্ছে না। এজন্য বছরে একবার বার্ষিক বনভোজনের পাশাপাশি বিনোদনের সূযোগ করে দিতে আমাদের এ আয়োজন। তারা আরো বলেন সুন্দরবনের পুর্বাংশ ফাতরার বন, টেংরা গিরি অভয়ারণ্যে, শুভ সন্ধা, লাল দিয়ার চরে পর্যটকদের জন্য নতুন স্পট সৃস্টিতে কাজ করেছে চালকরা। বনভোজনে স্পিড বোট চালক ও মালিকরা ছাড়াও কুয়াকাটা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনুু, বন বিভাগের কর্মকর্তা, বন প্রহরীরা অংশগ্রহণ করে। এ ভ্রমন ও বনভোজনের মধ্যদিয়ে অভিজ্ঞতা হয়েছে অনেক স্পিড বোট চালকদের।
বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *