এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য বিতরণ করেছে অন্নদান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামের একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। আজ সোমবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর এলাকায় অস্থায়ী বসবাসরত মানুষের মাঝে দুপুরের খাবার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জেএইচ খান লেলিন, অন্নদান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক মিন্টু মিয়া।
সংগঠনটি বিত্তবানদের সহায়তায় প্রতিনিয়ত মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাঝে এক বেলার খাবার বিতরণ করে আসছে।