
নাজমুল হক, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় ৫৫ জন উপকারভোগীর মাঝে জীবিকা সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার লেংগুরা বলমাঠে বাংলাদেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলে-২০২২ সালে বন্যায় ক্ষতিগ্রস্থদের জরুরি পুনরুদ্ধার প্রকল্প কারিতাসের ময়মনসিংহ অঞ্চলের বাস্তবায়নে ও কারিতাস ইন্টারন্যাশনালিস মেম্বার অর্গাবাইজেশনের অর্থায়নে জনপ্রতি ৭ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, ইউপি সদস্য নূর হোসেন নূরু, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মো. জাহেদ আলী, কারিতাসের মাঠ কর্মকর্তা অসিত নাবাল, লেংগুড়া ইউনিয়ের প্রজেক্ট সুপারভাইজার থিওফিল রংদি (টুকু), জুনিয়র প্রোগ্রাম অফিসার অমৃত পাল, সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজী, উপজেলা এলআরডি সুপারভাইজার হযরত আলী প্রমূখ।
বা/খ: এসআর।