কটিয়াদীতে চার কেজি গাঁজাসহ দুই যুবক আটক
- আপডেট সময় : ০৫:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ৪১৮ বার পড়া হয়েছে

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
শরীরের সাথে বেঁধে কৌশলে গাঁজা বহন করে পাচারের সময় কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ কেজি গাঁজাসহ মো. জুনাইদ (২০) ও মো. দেলোয়ার হোসেন দিলু (১৯) নামের দুই যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় কটিয়াদী মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে এসব গাঁজাসহ তাদের আটক করে। আটক হওয়া দুই যুবকের মধ্যে মো. জুনাইদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হিরাতলা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে এবং মো. দেলোয়ার হোসেন দিলু একই উপজেলার মৃত সায়েদ খা’র ছেলে।
কটিয়াদী মডেল থানার এসআই মো. দুলাল মিয়া জানায়, মো. জুনাইদ ও মো. দেলোয়ার হোসেন দিলু উভয়েই মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। শরীরের সাথে কৌশলে গাঁজা বেঁধে তারা শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশ সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে দুজনকে আটকের পর প্রত্যেকের কাছ থেকে দুই কেজি করে মোট চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মামলা হয়েছে।
বা/খ:জই