কটিয়াদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ০১:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ৪৭৬ বার পড়া হয়েছে
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তামারা তাসবিহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার এর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা, উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সহধর্মিনী রৌশন নেছা হক, উপজেলা নির্বাহী অফিসার এর সহধর্মিনী শারমীন সুলতানা সেতু, সাংবাদিক সারোয়ার হোসেন, কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক দীপক রায়, জয়ীতা দীপা রানী বর্মন, মালতী রানী প্রমুখ বক্তব্য রাখেন।
বা/খ: এসআর।