ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এবার স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ নারী দল। ৬ উইকেটের সহজ জয়ে বাছাইপর্বের সেমিফাইনাল প্রায় নিশ্চিত নিগার সুলতানাদের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের লড়াইয়ে উঠবে বাংলাদেশ।

৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন অফ স্পিনার সোহেলি। ম্যাচের সেরা তিনিই। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার সোহেলির সঙ্গে অন্য স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে স্কটল্যান্ড গুটিয়ে যায় ৭৭ রানে। বাংলাদেশ রান তাড়ায় জয় পায় ৭ ওভার বাকি রেখে।

শেষ দিকে দ্রুত তিনটি উইকেট হারানোয় জয়ের ব্যবধান হারও বড় হয়নি।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটিশদের হয়ে প্রথম দুই ওভারে দুটি চার মেরে শুরু করেন এইলসা লিস্টার। তাকে ফিরিয়েই বাংলাদেশের লাগাম নেওয়ার শুরু। ম্যাচের দ্বিতীয় ওভারে তাকে ফেরান বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

আরেক ওপেনার সাসকিয়া হর্লি রান আউট হন চতুর্থ ওভারে। পাওয়ার প্লে শেষে সোহেলি আক্রমণে আসার পর একের পর এক উইকেট ধরা দিতে থাকে। স্কটিশদের বড় দুই ভরসা ক্যাথরিন ও সারাহ ব্রাইসকে ফেরান সোহেলি। প্রথম ৩ ওভারে ২ উইকেটের পর শেষ ওভারে টানা দুই বলে তিনি দেখা পান উইকেটের।

৪২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্কটিশদের হয়ে কিছুটা লড়াই করেন লর্না জ্যাক। ছয়ে নামা ব্যাটার ২৩ বলে করেন ২২। শেষ ৫ ব্যাটারের একজনও পারেনি দুই অঙ্ক ছুঁতে।

সহজ রান তাড়ায় বাংলাদেশকে বেগ পেতে হয়নি খুব একটা। আগের দিন দারুণ ব্যাটিং করা ওপেনার শামিমা সুলতানা অবশ্য এবার বিদায় নেন দ্বিতীয় ওভারেই। তবে দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুন ও নিগারের জুটি দলকে এগিয়ে নেয় লক্ষ্যের দিকে।

মুর্শিদা ১৫ রান করে আউট হওয়ার পর জয়ের কাছাকাছি গিয়ে নিগার ও অভিজ্ঞ রুমানা আহমেদের উইকেটও হারায় বাংলাদেশ। আগের ম্যাচে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা নিগার এবার করেন ৩৪।

নিগারের বিদায়ের পর একটি ছক্কা ও একটি ডাবলস নিয়ে ম্যাচ শেষ করে দেন সোবহানা মোস্তারি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এবার স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০৩:৪৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ নারী দল। ৬ উইকেটের সহজ জয়ে বাছাইপর্বের সেমিফাইনাল প্রায় নিশ্চিত নিগার সুলতানাদের। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের লড়াইয়ে উঠবে বাংলাদেশ।

৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নেন অফ স্পিনার সোহেলি। ম্যাচের সেরা তিনিই। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সোমবার সোহেলির সঙ্গে অন্য স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে স্কটল্যান্ড গুটিয়ে যায় ৭৭ রানে। বাংলাদেশ রান তাড়ায় জয় পায় ৭ ওভার বাকি রেখে।

শেষ দিকে দ্রুত তিনটি উইকেট হারানোয় জয়ের ব্যবধান হারও বড় হয়নি।

টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটিশদের হয়ে প্রথম দুই ওভারে দুটি চার মেরে শুরু করেন এইলসা লিস্টার। তাকে ফিরিয়েই বাংলাদেশের লাগাম নেওয়ার শুরু। ম্যাচের দ্বিতীয় ওভারে তাকে ফেরান বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।

আরেক ওপেনার সাসকিয়া হর্লি রান আউট হন চতুর্থ ওভারে। পাওয়ার প্লে শেষে সোহেলি আক্রমণে আসার পর একের পর এক উইকেট ধরা দিতে থাকে। স্কটিশদের বড় দুই ভরসা ক্যাথরিন ও সারাহ ব্রাইসকে ফেরান সোহেলি। প্রথম ৩ ওভারে ২ উইকেটের পর শেষ ওভারে টানা দুই বলে তিনি দেখা পান উইকেটের।

৪২ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্কটিশদের হয়ে কিছুটা লড়াই করেন লর্না জ্যাক। ছয়ে নামা ব্যাটার ২৩ বলে করেন ২২। শেষ ৫ ব্যাটারের একজনও পারেনি দুই অঙ্ক ছুঁতে।

সহজ রান তাড়ায় বাংলাদেশকে বেগ পেতে হয়নি খুব একটা। আগের দিন দারুণ ব্যাটিং করা ওপেনার শামিমা সুলতানা অবশ্য এবার বিদায় নেন দ্বিতীয় ওভারেই। তবে দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুন ও নিগারের জুটি দলকে এগিয়ে নেয় লক্ষ্যের দিকে।

মুর্শিদা ১৫ রান করে আউট হওয়ার পর জয়ের কাছাকাছি গিয়ে নিগার ও অভিজ্ঞ রুমানা আহমেদের উইকেটও হারায় বাংলাদেশ। আগের ম্যাচে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা নিগার এবার করেন ৩৪।

নিগারের বিদায়ের পর একটি ছক্কা ও একটি ডাবলস নিয়ে ম্যাচ শেষ করে দেন সোবহানা মোস্তারি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।