সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদিতমারীতে গাইনি ও শিশুবান্ধব ওয়ার্ডের উদ্বোধন বেড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু আকাঙ্খার মৃত্যুতে রহস্যজনক পোস্ট অভিনেত্রী কাজলের যমুনায় ওপর এগিয়ে চলেছে রেলওয়ে সেতুর কাজ ভালো কাজের নাগরিক অনুশীলন, স্বীকৃতি দিবে জেলা প্রশাসন দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ইতালি বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না- প্রধানমন্ত্রী গলাচিপায় শিশু ছবি ঘরে স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিবের মামলা আবারও ঢাকাই সিনেমায় আসছেন মিঠুন তাড়াশে ভুট্টার বাম্পার ফলন, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত মঠবাড়িয়ায় স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষায় যোগ্যদের তালিকা প্রকাশ পাঁচবিবি ছমিরন নেছা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বৃহস্পতিবার পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে

উল্লাপাড়ায় বিএনপির পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

উল্লাপাড়ায় বিএনপির পদযাত্রা ও আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি ‘বর্তমান সরকারের পতন’ সহ ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে। ইউনিয়ন পর্যায়ের পদযাত্রায় বিএনপির উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেয়।
এদিকে আওয়ামীলীগ ‘বিএনপি- জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশের কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নে। আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের ‘শান্তি সমাবেশ’ সফল করতে উপজেলা আ’লীগের সিনিয়র নেতারা দায়িত্ব পালন করেন।
উল্লাপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। প্রশাসন ও ক্ষমতাশীন দলের হুমকি ধামকি উপেক্ষা করে উপজেলার পঞ্চক্রোশী, লাহিড়ী মোহনপুর, পূণিমাগাঁতী, বাঙ্গালা ও বড়হর সহ বিভিন্ন ইউনিয়নে এ কর্মসূচি পালন করে দলীয় নেতা-কর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, কেন্দ্রীয় আওয়ামীলীগের ঘোষিত শান্তি সমাবেশ উপজেলার ১৪ টি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীদের দখলেই ছিল। জনগণের সেবক হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের জন্য সব সময় কাজ করে যাবে বলে তিনি  আরও জানান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *