শনিবার, ১০ জুন ২০২৩, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংলাপের আশার প্রদীপ এখনও নেভেনি: কাদের রাসিক নির্বাচনে ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনির প্রচার মিছিলে জনতার ঢল নিষেধাজ্ঞা অমান্য করে বরফ কল চালু : বন্ধ করলো নৌ-পুলিশ কোরবানি ঈদ সামনে পাবনা-সিরাজগঞ্জে ভেজাল ভুসি ও ওষুধের রমরমা ব্যবসা রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প :২ লক্ষ ৯৮ হাজার টাকার যন্ত্রাংশসহ ৪ চোর আটক  মীরসরাইয়ে লোকালয় থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার তালায় কনের পিতাকে জরিমানা, পালিয়েছে বর! শাহজাদপুরে প্রফেসর ডা.এমএ মতিন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ‘সব ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের সেরা হবে’ বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে : মির্জা ফখরুল পদযাত্রা কর্মসূচির রুট ঘোষণা করেছে বিএনপি ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাপ্তাইয়ের মোশাররফ রাঙ্গামাটি জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত  চিলমারীতে জাতীয় শ্রমিকলীগের কর্মী সভা অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন 

ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
২৫ মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যায় শহিদদের স্মরণে পাবনার ঈশ্বরদীতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ)সন্ধ্যায় ঈশ্বরদী প্রেস ক্লাব চত্বরের বধ্যভূমি বেদীতে ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সহযোগিতা দেয় ঈশ্বরদী প্রেস ক্লাব।
কর্মসূচিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা-৪ আসনের সংসদ-সদস্য নুরুজ্জামান বিশ্বাস এমপি। তাঁর বক্তব্যে বলেন, যদি বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চান তাহলে যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু, ২৫ শে মার্চের গণহত্যাকে অস্বীকার করে তাদের সঙ্গ ত্যাগ করুন। স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি আরও বলেন, আজ এই প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে জানান দিতে চাই, এদেশের মাটিতে মুক্তিযুদ্ধবিরোধীদের কোনো স্থান নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আব্দুল খালেক, ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব গোস্বামী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারীর আতম শহিদুজ্জামান নাসিম, সিপিবি পাবনা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, পূর্ব টেংরি বালিকা উচ্চ বিদ্দ্যালয় প্রাক্তন শিক্ষক সিরাজ উদ্দিন বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা  শাখার সভাপতি ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।
এর আগে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *