ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আ.লীগ সরকার কচু পাতার পানি নয়, ধাক্কায় ফেলে দেয়া যাবে না : হানিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ৪৮০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : 
বিএনপি স্বপ্ন দেখছে, সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটা কি কচু পাতার পানি, ধাক্কা দিলে পড়ে যাবে? এটা আওয়ামী লীগ সরকার। এ দলের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। চাইলেই ধাক্কা দিয়ে ফেলে দেয়া যাবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের যত মানুষকে হত্যা করা হয়েছে, ২০১৩-১৪ ও ১৫ সালে তথাকথিত আন্দোলনের নামে যত মানুষকে হত্যা করা হয়েছে- এই পাপের দায়ভার বিএনপিকে বহন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা।

পরে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি।

 

নিউজটি শেয়ার করুন

আ.লীগ সরকার কচু পাতার পানি নয়, ধাক্কায় ফেলে দেয়া যাবে না : হানিফ

আপডেট সময় : ০৭:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

নিজস্ব প্রতিবেদক : 
বিএনপি স্বপ্ন দেখছে, সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটা কি কচু পাতার পানি, ধাক্কা দিলে পড়ে যাবে? এটা আওয়ামী লীগ সরকার। এ দলের শেকড় বাংলার মাটির অনেক গভীরে। চাইলেই ধাক্কা দিয়ে ফেলে দেয়া যাবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের যত মানুষকে হত্যা করা হয়েছে, ২০১৩-১৪ ও ১৫ সালে তথাকথিত আন্দোলনের নামে যত মানুষকে হত্যা করা হয়েছে- এই পাপের দায়ভার বিএনপিকে বহন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা।

পরে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি।