এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতে ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন রাউজানের এক রেমিটেন্স যোদ্ধা। ওই প্রবাসী তরুণের নাম মুহাম্মদ আইনুল ইসলাম নয়ন (২৩)। সে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চুয়ুত কাজির বাড়ির আব্দুছ ছমদের একমাত্র পুত্র।
জানাগেছে, গত ৭ ফেব্রুয়ারি আমিরাতের শারজাহ একটি টাইলসের দোকানে কর্মরত অবস্থায় সিড়ি দিয়ে মাল নামানোর সময় সিড়ি থেকে পড়ে যান নয়ন। এ সময় টাইলসের আঘাতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে দ্রুত শারজাহর একটি হাসপাতালে ভর্তি করা হলে ৫দিন আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে মারা যয় সে।
সে গত এক বছর আগে প্রবাসে আসে অনেক আশা আকাঙ্কা ও স্বপ্ন নিয়ে। তবে নিয়তির কাছে বছর না পেরুতেই কর্মস্থলেই মর্মান্তিক দূর্ঘটনায় স্বপ্নের শেষ হয়ে গেল তার। পরিবার হারালো একমাত্র পুত্র সন্তানকে। তার মরদেহ দেশে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এদিকে তার হঠাৎ মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, কাগতিয়া এশাতুল উলূম কামিল এম. এ.মাদরাসার দাখিল ২০১৫-ব্যাচ’র শিক্ষার্থী ছিল নয়ন।