আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৩টি আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা
- আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ৪৪১ বার পড়া হয়েছে

শফিউল আযম :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনও এক বছরের কিছু বেশি সময় বাঁকী আছে। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটি পাবনা জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৩টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। প্রার্থীরা হলেন-পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) আসনে ন্যাশনাল ডক্টরস ফোরাম পাবনা জেলা শাখার সভাপতি ও জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার কর্মপরিষদ সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল বাসেত খাঁন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনে পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তালেব মন্ডল এবং পাবনা-৫ সদর আসনে পাবনা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হুসেইন এর নাম ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার কর্মপরিষদ সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল বাসেত খাঁন প্রার্থী ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।