ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ৪৭০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। তিন দিনের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সামরিক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রোববার পশ্চিম উপকূলের ডংচাং-রি সাইট থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপক’লে সমুদ্রের দিকে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পাড়ি দিয়েছে এটি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৫০ কি.মি (৩০ মাইল) পর্যন্ত উচ্চতায় উড়েছে। দেশটির সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। ওই এলাকায় জাহাজ বা বিমানের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ড অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য একটি হুমকি। এসব সহ্য করা হবে না বলেও জানান তিনি।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর আগে, গত বৃহস্পতিবার দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আপডেট সময় : ১০:৪১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। তিন দিনের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সামরিক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রোববার পশ্চিম উপকূলের ডংচাং-রি সাইট থেকে কোরীয় উপদ্বীপের পূর্ব উপক’লে সমুদ্রের দিকে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পাড়ি দিয়েছে এটি।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৫০ কি.মি (৩০ মাইল) পর্যন্ত উচ্চতায় উড়েছে। দেশটির সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেন, ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। ওই এলাকায় জাহাজ বা বিমানের কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তর কোরিয়ার এ ধরনের কর্মকাণ্ড অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার জন্য একটি হুমকি। এসব সহ্য করা হবে না বলেও জানান তিনি।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর আগে, গত বৃহস্পতিবার দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।