ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন ব্রাজিলিয়ান তারকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / ৪৪৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিগ কাপ ও এফএ কাপ থেকে বিদায়ের পর গত বুধবার (৮ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিশ্চিত হয় ইংলিশ ক্লাব টটেনহ্যামের। এসি মিলানের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পর, দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে কেইন-সনরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নিজের চাকরি নিয়ে চিন্তিত টটেনহ্যাম কোচ অ্যান্তনিও কন্তে। এমন পরিস্থিতিতে কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন।

কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন ব্রাজিয়ান তারকা রিচার্লিসন। তার করা ভলি গোলটি হয়েছিল বিশ্বকাপের সেরা। তবে ক্লাবে তার পারফরম্যান্স মোটেও ভালো নয়। চলতি মৌসুমের শুরুতে এভারটন ছেড়ে টটেনহ্যামে যোগ দেন রিচার্লিসন। তারপরই ফর্মে ভাটা দেখা দেয় তার।

এদিকে প্রথম লেগে মিলানের বিপক্ষে হারের পরও আত্মবিশ্বাসী ছিলেন টটেনহ্যামের খেলোয়াড়রা। কিন্তু ঘরের মাঠে গোল করতে পারেনি ইংলিশ ক্লাবটি। এরপরই টটেনহ্যামের ব্রাজিলিয়ান তারকা ক্ষোভে ফেটে পড়েন।

মিলানের বিপক্ষে গোলের দেখা না পেলেও, ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে মাঠ থেকে তুলে নেন কন্তে। যার জন্য ম্যাচ শেষে কোচের ওপর ক্ষোভ ঝাড়েন রিচার্লিসন: ‘আমি ভালো খেলছিলাম, অথচ তখনই হঠাৎ কোচ আমাকে বেঞ্চে বসিয়ে দেন। আমি ওর মানসিকতা বুঝতে পারছি না। আমি ইতিবাচকভাবে শুরু করলেও কন্তে আমাকে বারবারই বেঞ্চে পাঠিয়ে দেন। গতকালও তিনি আমাকে প্রথম একাদশে রেখে পরীক্ষা চালালেন..এবং এরপরই আমার ঠিকানা সেই বেঞ্চ। ’

তবে এবারই প্রথম নয়, টটেনহ্যামে যোগ দেয়ার পর বাজে পারফরম্যান্সের কারণে বারবারই রিচার্লিসনকে পুরো ম্যাচ খেলার সুযোগ দেননি কন্তে। তবে পুরো ম্যাচ না খেলানোর জন্যও কোচের ওপর ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এদিকে মিলানের বিপক্ষে বাদ পড়ার পর নিজের চাকরি নিয়ে শঙ্কায় পড়েছেন কন্তে। মিলানের বিপক্ষে হারের পর কন্তে নিজেই জানিয়ে দিয়েছেন তার দল এমন পারফর্ম করলে, মৌসুম শেষ হওয়ার আগেই তার চাকরিটা না-ও থাকতে পারে।

টটেনহ্যাম কোচ বলেন, ‘আমি চুক্তিকে সম্মান করি এবং মৌসুম শেষে ক্লাবের কর্তাদের সঙ্গে বসে দলের পারফরম্যান্সে সঠিক মূল্যায়ন করব। দেখা যাক কী হয়, হয়তো তারা আমাকে আরও আগে বিদায় করতে পারে। একজন কোচের ক্ষেত্রে, দলের মান কতটা বাড়াতে পারে সেটা গুরুত্বপূর্ণ আর আমরা এই বছর ভালো করতে লড়াই করেছি। ’

নিউজটি শেয়ার করুন

কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন ব্রাজিলিয়ান তারকা

আপডেট সময় : ১১:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

লিগ কাপ ও এফএ কাপ থেকে বিদায়ের পর গত বুধবার (৮ মার্চ) চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিশ্চিত হয় ইংলিশ ক্লাব টটেনহ্যামের। এসি মিলানের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পর, দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে কেইন-সনরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর নিজের চাকরি নিয়ে চিন্তিত টটেনহ্যাম কোচ অ্যান্তনিও কন্তে। এমন পরিস্থিতিতে কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন দলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন।

কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন ব্রাজিয়ান তারকা রিচার্লিসন। তার করা ভলি গোলটি হয়েছিল বিশ্বকাপের সেরা। তবে ক্লাবে তার পারফরম্যান্স মোটেও ভালো নয়। চলতি মৌসুমের শুরুতে এভারটন ছেড়ে টটেনহ্যামে যোগ দেন রিচার্লিসন। তারপরই ফর্মে ভাটা দেখা দেয় তার।

এদিকে প্রথম লেগে মিলানের বিপক্ষে হারের পরও আত্মবিশ্বাসী ছিলেন টটেনহ্যামের খেলোয়াড়রা। কিন্তু ঘরের মাঠে গোল করতে পারেনি ইংলিশ ক্লাবটি। এরপরই টটেনহ্যামের ব্রাজিলিয়ান তারকা ক্ষোভে ফেটে পড়েন।

মিলানের বিপক্ষে গোলের দেখা না পেলেও, ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে মাঠ থেকে তুলে নেন কন্তে। যার জন্য ম্যাচ শেষে কোচের ওপর ক্ষোভ ঝাড়েন রিচার্লিসন: ‘আমি ভালো খেলছিলাম, অথচ তখনই হঠাৎ কোচ আমাকে বেঞ্চে বসিয়ে দেন। আমি ওর মানসিকতা বুঝতে পারছি না। আমি ইতিবাচকভাবে শুরু করলেও কন্তে আমাকে বারবারই বেঞ্চে পাঠিয়ে দেন। গতকালও তিনি আমাকে প্রথম একাদশে রেখে পরীক্ষা চালালেন..এবং এরপরই আমার ঠিকানা সেই বেঞ্চ। ’

তবে এবারই প্রথম নয়, টটেনহ্যামে যোগ দেয়ার পর বাজে পারফরম্যান্সের কারণে বারবারই রিচার্লিসনকে পুরো ম্যাচ খেলার সুযোগ দেননি কন্তে। তবে পুরো ম্যাচ না খেলানোর জন্যও কোচের ওপর ক্ষোভ ঝেড়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এদিকে মিলানের বিপক্ষে বাদ পড়ার পর নিজের চাকরি নিয়ে শঙ্কায় পড়েছেন কন্তে। মিলানের বিপক্ষে হারের পর কন্তে নিজেই জানিয়ে দিয়েছেন তার দল এমন পারফর্ম করলে, মৌসুম শেষ হওয়ার আগেই তার চাকরিটা না-ও থাকতে পারে।

টটেনহ্যাম কোচ বলেন, ‘আমি চুক্তিকে সম্মান করি এবং মৌসুম শেষে ক্লাবের কর্তাদের সঙ্গে বসে দলের পারফরম্যান্সে সঠিক মূল্যায়ন করব। দেখা যাক কী হয়, হয়তো তারা আমাকে আরও আগে বিদায় করতে পারে। একজন কোচের ক্ষেত্রে, দলের মান কতটা বাড়াতে পারে সেটা গুরুত্বপূর্ণ আর আমরা এই বছর ভালো করতে লড়াই করেছি। ’