ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাসপাতালে ভর্তি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ৪৮০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তাঁর নাম। ১৯৭৮ বিশ্বকাপে যে তিনিই আলবিসেলেস্তেদের কোচ ছিলেন! সে সেজার লুই মেনোত্তি ভালো নেই আজ। বাসায় পড়ে গিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ বছর বয়সী এই কিংবদন্তি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পাল্টাপাল্টি কথাবার্তা শোনা যাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে। কেউ বলছেন, তাঁর অবস্থা অনেক খারাপ, যেকোনো মূহুর্তে দুঃসংবাদ চলে আসবে, আবার কারওর মতে অত চিন্তা করার কিছু নেই, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মেনোত্তি।

খবরটা দিয়েছিলেন ইএসপিএন দেপোর্তেসের সাংবাদিক ও ক্রোনোমেত্রো অনুষ্ঠানের উপস্থাপক হোসে রামোন ফের্নান্দেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছিলেন, মেনোত্তির অবস্থা গুরুতর, ‘একটা বাজে সংবাদ আছে আমার কাছে। আমি জেনেছি কিংবদন্তি সেজার লুই মেনোত্তি খুবই আশঙ্কাজনক অবস্থায় বুয়েনোস এইরেসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা এমন এক বিষয়, যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। তিনি অসাধারণ এক কোচ, ফুটবলে পণ্ডিত এক ব্যক্তি। একজন শিক্ষক ও বন্ধুও বটে। তাঁর প্রতি আমার আলিঙ্গন ও একরাশ শুভকামনা।’ শুধু ফের্নান্দেসই নয়, একই খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাও।

তবে উল্টো খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’। ওলে-র সাংবাদিক ভিনসেন্ত মুগলিয়া জানিয়েছেন, অতো চিন্তা করার কিছু হয়নি, মেনোত্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ‘এই রবিবার সকালে সেজার লুই মেনোত্তির শারীরিক অবস্থা নিয়ে অনেক জায়গায় অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, যিনি আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জিতিয়েছেন। অনেকে বলছেন তাঁর অবস্থা নাকি অনেক খারাপ। তবে ‘ওলে’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে, যেমনটা বলা হচ্ছে মেনোত্তির অবস্থা অতটা খারাপও নয়। ‘এল ফ্লাকো’ (মেনোত্তির ডাকনাম) নিজের বাসায় পরে গিয়েছিলেন, যে কারণে আঘাত পেয়েছেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছে। যে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন ও আশা করা হচ্ছে মঙ্গলবার ও বুধবারের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

বর্তমানে বিভিন্ন পর্যায়ের আর্জেন্টিনার জাতীয় দলগুলোর ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন মেনোত্তি।

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ

আপডেট সময় : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

আর্জেন্টিনার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তাঁর নাম। ১৯৭৮ বিশ্বকাপে যে তিনিই আলবিসেলেস্তেদের কোচ ছিলেন! সে সেজার লুই মেনোত্তি ভালো নেই আজ। বাসায় পড়ে গিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ বছর বয়সী এই কিংবদন্তি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে পাল্টাপাল্টি কথাবার্তা শোনা যাচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে। কেউ বলছেন, তাঁর অবস্থা অনেক খারাপ, যেকোনো মূহুর্তে দুঃসংবাদ চলে আসবে, আবার কারওর মতে অত চিন্তা করার কিছু নেই, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মেনোত্তি।

খবরটা দিয়েছিলেন ইএসপিএন দেপোর্তেসের সাংবাদিক ও ক্রোনোমেত্রো অনুষ্ঠানের উপস্থাপক হোসে রামোন ফের্নান্দেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছিলেন, মেনোত্তির অবস্থা গুরুতর, ‘একটা বাজে সংবাদ আছে আমার কাছে। আমি জেনেছি কিংবদন্তি সেজার লুই মেনোত্তি খুবই আশঙ্কাজনক অবস্থায় বুয়েনোস এইরেসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন। এটা এমন এক বিষয়, যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। তিনি অসাধারণ এক কোচ, ফুটবলে পণ্ডিত এক ব্যক্তি। একজন শিক্ষক ও বন্ধুও বটে। তাঁর প্রতি আমার আলিঙ্গন ও একরাশ শুভকামনা।’ শুধু ফের্নান্দেসই নয়, একই খবর দিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাও।

তবে উল্টো খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ওলে’। ওলে-র সাংবাদিক ভিনসেন্ত মুগলিয়া জানিয়েছেন, অতো চিন্তা করার কিছু হয়নি, মেনোত্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, ‘এই রবিবার সকালে সেজার লুই মেনোত্তির শারীরিক অবস্থা নিয়ে অনেক জায়গায় অনেক কথাবার্তা শোনা যাচ্ছে, যিনি আর্জেন্টিনাকে ১৯৭৮ বিশ্বকাপ জিতিয়েছেন। অনেকে বলছেন তাঁর অবস্থা নাকি অনেক খারাপ। তবে ‘ওলে’র অনুসন্ধানে বেরিয়ে এসেছে, যেমনটা বলা হচ্ছে মেনোত্তির অবস্থা অতটা খারাপও নয়। ‘এল ফ্লাকো’ (মেনোত্তির ডাকনাম) নিজের বাসায় পরে গিয়েছিলেন, যে কারণে আঘাত পেয়েছেন, অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়েছে। যে কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন ও আশা করা হচ্ছে মঙ্গলবার ও বুধবারের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

বর্তমানে বিভিন্ন পর্যায়ের আর্জেন্টিনার জাতীয় দলগুলোর ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত আছেন মেনোত্তি।