ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় ৬৬ হাজার হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বৃহস্পতিবার (৯ মে) হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। তবে, এখনো ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৬৬ হাজার হজযাত্রী। আর আজ মঙ্গলবারই সৌদি দূতাবাসের ভিসা দেওয়ার শেষদিন। ধর্ম মন্ত্রণালয় বলছে, ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

চলতি বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা দেওয়া হয়েছিল। অতিরিক্ত খরচের কারণে সে কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত গাইডসহ বেসরকারিভাবে ৮০ হাজার ৬৮৮, আর সরকারিভাবে ৪ হাজার ৪১৮ জন সৌদি আরবে যেতে পারবেন বলে নির্ধারিত হয়।

কোটা পূরণ না হওয়াসহ বিভিন্ন জটিলতা কাটছে না এবারের হজযাত্রায়। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট। ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনো সৌদি আরবে বাড়ি ভাড়াই করতে পারেনি। অন্যদিকে সব হজযাত্রীর ভিসা এখনো হয়নি। এসব নিয়ে দুশ্চিন্তায় হজ এজেন্সিদের সংগঠন হাব।

হাবের সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বলেন, ‘হজযাত্রীদের বাড়িভাড়ার ভিসা সময়মতো পাওয়া যায়নি। ঠিক সময়মতো পাওয়া যায়নি, এমনটিও আসলে নয়। এ বছর এই ভিসা দেওয়াই হয়নি। এই প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার মধ্যেও প্রাইভেট এজেন্সিগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

তবে, এসব জটিলতা কাটিয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কথা বলছে ধর্ম মন্ত্রণালয়। তাদের আশা, নিবন্ধন করা সব হজযাত্রীই সৌদি আরবে যেতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজামান বলেন, ‘হজ ব্যবস্থাপনার ঘাটতির বিষয়ে কোনোকিছু বা কোনো মেসেজ আমাদের কাছে আসেনি। এ ছাড়া কোনো এজেন্সি থেকেও বলা হয়নি যে, তারা কোনো জটিলতায় পড়েছে বা কোনো সমস্যা হচ্ছে। যে বিষয়গুলো রয়েছে, সবগুলোই প্রক্রিয়াধীন।’

এসব হজযাত্রীর জন্য বাংলাদেশ বিমানসহ তিনটি এয়ারলাইনস আগামী ৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে ১২ জুন।

নিউজটি শেয়ার করুন

ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় ৬৬ হাজার হজযাত্রী

আপডেট সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

আগামী বৃহস্পতিবার (৯ মে) হজ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। তবে, এখনো ভিসা না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৬৬ হাজার হজযাত্রী। আর আজ মঙ্গলবারই সৌদি দূতাবাসের ভিসা দেওয়ার শেষদিন। ধর্ম মন্ত্রণালয় বলছে, ভিসা দেওয়ার সময় বাড়ানোর জন্য সৌদি দূতাবাসের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

চলতি বছর বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ কোটা দেওয়া হয়েছিল। অতিরিক্ত খরচের কারণে সে কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত গাইডসহ বেসরকারিভাবে ৮০ হাজার ৬৮৮, আর সরকারিভাবে ৪ হাজার ৪১৮ জন সৌদি আরবে যেতে পারবেন বলে নির্ধারিত হয়।

কোটা পূরণ না হওয়াসহ বিভিন্ন জটিলতা কাটছে না এবারের হজযাত্রায়। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে হজ ফ্লাইট। ভিসা না পাওয়ায় অনেক এজেন্সি এখনো সৌদি আরবে বাড়ি ভাড়াই করতে পারেনি। অন্যদিকে সব হজযাত্রীর ভিসা এখনো হয়নি। এসব নিয়ে দুশ্চিন্তায় হজ এজেন্সিদের সংগঠন হাব।

হাবের সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বলেন, ‘হজযাত্রীদের বাড়িভাড়ার ভিসা সময়মতো পাওয়া যায়নি। ঠিক সময়মতো পাওয়া যায়নি, এমনটিও আসলে নয়। এ বছর এই ভিসা দেওয়াই হয়নি। এই প্রতিবন্ধকতা বা প্রতিকূলতার মধ্যেও প্রাইভেট এজেন্সিগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

তবে, এসব জটিলতা কাটিয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কথা বলছে ধর্ম মন্ত্রণালয়। তাদের আশা, নিবন্ধন করা সব হজযাত্রীই সৌদি আরবে যেতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজামান বলেন, ‘হজ ব্যবস্থাপনার ঘাটতির বিষয়ে কোনোকিছু বা কোনো মেসেজ আমাদের কাছে আসেনি। এ ছাড়া কোনো এজেন্সি থেকেও বলা হয়নি যে, তারা কোনো জটিলতায় পড়েছে বা কোনো সমস্যা হচ্ছে। যে বিষয়গুলো রয়েছে, সবগুলোই প্রক্রিয়াধীন।’

এসব হজযাত্রীর জন্য বাংলাদেশ বিমানসহ তিনটি এয়ারলাইনস আগামী ৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইট যাবে ১২ জুন।