ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ৪৪৪ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৭ই মে) মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরে সিরিয়াকে সদস্য হিসেবে ফিরিয়ে আনতে ভোট দেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

আগামী ১৯ মে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া আরব লিগের সম্মেলনের আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন আঞ্চলিক উদ্যোগ নেওয়া হচ্ছিল।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২০১১ সালের মার্চ মাসে সিরিয়াতে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের নির্দেশ দেওার পর দেশটির সদস্যপদ প্রত্যাহার করে নেয় আরব লিগ। বাশারের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ যার ফলে প্রাণ হারায় প্রায় পাঁচ লাখ মানুষ আর বাস্তুচ্যুত হয় দুই কোটি ৩০ লাখেরও বেশি অধিবাসী।

জর্ডানের একজন শীর্ষস্থানীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, সম্প্রতি বাশার আল আসাদ শক্তভাবে সিরিয়ার ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরব দেশগুলো ‘আরব নেতৃত্বাধীন রাজনৈতিক পথে’ সংকটের সমাধানের লক্ষ্যে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

এ প্রসঙ্গে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত আজ বলেন, “বাশার আল আসাদ আরব লিগের আগামী সম্মেলনে যোগ দিতে পারেন, যদি তিনি ইচ্ছাপ্রকাশ করেন।’ কায়রোতে সংবাদ সম্মেলনে আবুল ঘেইত বলেন, ‘আজ সন্ধ্যা থেকেই সিরিয়া আরব লিগের পূর্ণ সদস্য আর আগামীকাল সকাল থেকেই তারা যেকোনো একটি আসনে বসার অধিকার রাখে।’

তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।

নিউজটি শেয়ার করুন

সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ১২:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১২ বছর পর সিরিয়াকে সদস্য পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংস্থা আরব লীগ।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৭ই মে) মিশরের রাজধানী কায়রোতে আরব লিগের সদর দপ্তরে সিরিয়াকে সদস্য হিসেবে ফিরিয়ে আনতে ভোট দেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

আগামী ১৯ মে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া আরব লিগের সম্মেলনের আগেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দামেস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন আঞ্চলিক উদ্যোগ নেওয়া হচ্ছিল।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ ২০১১ সালের মার্চ মাসে সিরিয়াতে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের নির্দেশ দেওার পর দেশটির সদস্যপদ প্রত্যাহার করে নেয় আরব লিগ। বাশারের এই সিদ্ধান্তের ফলে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ যার ফলে প্রাণ হারায় প্রায় পাঁচ লাখ মানুষ আর বাস্তুচ্যুত হয় দুই কোটি ৩০ লাখেরও বেশি অধিবাসী।

জর্ডানের একজন শীর্ষস্থানীয় কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, সম্প্রতি বাশার আল আসাদ শক্তভাবে সিরিয়ার ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেওয়ার পর আরব দেশগুলো ‘আরব নেতৃত্বাধীন রাজনৈতিক পথে’ সংকটের সমাধানের লক্ষ্যে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

এ প্রসঙ্গে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত আজ বলেন, “বাশার আল আসাদ আরব লিগের আগামী সম্মেলনে যোগ দিতে পারেন, যদি তিনি ইচ্ছাপ্রকাশ করেন।’ কায়রোতে সংবাদ সম্মেলনে আবুল ঘেইত বলেন, ‘আজ সন্ধ্যা থেকেই সিরিয়া আরব লিগের পূর্ণ সদস্য আর আগামীকাল সকাল থেকেই তারা যেকোনো একটি আসনে বসার অধিকার রাখে।’

তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। ১৯৪৫ সালে যে ছয়টি দেশ মিলে আরব লীগ গঠন করেছিল সিরিয়া তার একটি।