ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিরোপা ঘরে তুলেই বিদায় নিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • / ৪২৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিঁওকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে পিএসজি। শনিবার (২৫ মে) ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে এটাই ছিল তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। ফাইনাল শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন এমবাপ্পের সঙ্গে কাজ করাটা তার জন্য সৌভাগ্যের ছিল।

পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাবার জোর সম্ভাবনা রয়েছে। শনিবারের ফাইনালে ওসমানে ডেম্বেলে ও ফাবিয়ার রুইজের প্রথমার্ধের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। জেক ও’ব্রায়ানের এক গোলে বিরতির পর লিঁও ব্যবধান কমালেও তা পরাজয় এড়াতে পারেনি। বিদায়বেলায় এমবাপ্পে পিএসজির হয়ে নিজের ২৫৬ গোলের রেকর্ডকে আর বাড়াতে পারেননি।

ফ্রেঞ্চ কাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হিসেবে পিএসজি ১৫টি ট্রফি জয়ের কৃতিত্ব দেখালো। এর মধ্যে গত এক দশকে জিতেছে সাতটি শিরোপা। ২০১৭ সালে টিনএজার এমবাপ্পে মোনাকো থেকে পিএসজিতে আসার পর জয় করেছেন চারটি ট্রফি।

এই জয়ের মাধ্যমে লুইস এনরিকের প্রথম মেয়াদে ঘরোয়া লিগ ও কাপ শিরোপাসহ ডাবল জয়ের কৃতিত্ব অর্জন করলো পিএসজি। যদিও ক্লাবের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো অধরাই রয়ে গেছে। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে।

পিএসজির জার্সিতে চারটি ফ্রেঞ্চ কাপ ও ছয়টি লিগ ওয়ান ও দুটি লিগ কাপের শিরোপা জয় করে তিনি বিদায় নিচ্ছেন এমবাপ্পে। শেষ মৌসুমে তিনি পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ গোল করেছেন। এর মধ্যে কাপ ফাইনালের পথে পিএসজিকে আট গোল উপহার দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

শিরোপা ঘরে তুলেই বিদায় নিলেন এমবাপ্পে

আপডেট সময় : ০৫:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

ফ্রেঞ্চ কাপের ফাইনালে লিঁওকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে পিএসজি। শনিবার (২৫ মে) ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে এটাই ছিল তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের শেষ ম্যাচ। ফাইনাল শেষে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন এমবাপ্পের সঙ্গে কাজ করাটা তার জন্য সৌভাগ্যের ছিল।

পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাবার জোর সম্ভাবনা রয়েছে। শনিবারের ফাইনালে ওসমানে ডেম্বেলে ও ফাবিয়ার রুইজের প্রথমার্ধের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়। জেক ও’ব্রায়ানের এক গোলে বিরতির পর লিঁও ব্যবধান কমালেও তা পরাজয় এড়াতে পারেনি। বিদায়বেলায় এমবাপ্পে পিএসজির হয়ে নিজের ২৫৬ গোলের রেকর্ডকে আর বাড়াতে পারেননি।

ফ্রেঞ্চ কাপের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব হিসেবে পিএসজি ১৫টি ট্রফি জয়ের কৃতিত্ব দেখালো। এর মধ্যে গত এক দশকে জিতেছে সাতটি শিরোপা। ২০১৭ সালে টিনএজার এমবাপ্পে মোনাকো থেকে পিএসজিতে আসার পর জয় করেছেন চারটি ট্রফি।

এই জয়ের মাধ্যমে লুইস এনরিকের প্রথম মেয়াদে ঘরোয়া লিগ ও কাপ শিরোপাসহ ডাবল জয়ের কৃতিত্ব অর্জন করলো পিএসজি। যদিও ক্লাবের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো অধরাই রয়ে গেছে। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে পিএসজিকে।

পিএসজির জার্সিতে চারটি ফ্রেঞ্চ কাপ ও ছয়টি লিগ ওয়ান ও দুটি লিগ কাপের শিরোপা জয় করে তিনি বিদায় নিচ্ছেন এমবাপ্পে। শেষ মৌসুমে তিনি পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ গোল করেছেন। এর মধ্যে কাপ ফাইনালের পথে পিএসজিকে আট গোল উপহার দিয়েছেন।