ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মুন্সীগঞ্জ বিএনপির সদস্য সচিবসহ ১০ জন রিমান্ডে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 
মুন্সীগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১০ নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। জেলার মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত।

সোমবার (২১ নভেম্বর) মুন্সীগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। গুরুতর আহত যুবদলকর্মী শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন মারা যান। এ ঘটনায় ১৪ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

মুন্সীগঞ্জ বিএনপির সদস্য সচিবসহ ১০ জন রিমান্ডে

আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

মুন্সীগঞ্জ প্রতিনিধি : 
মুন্সীগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১০ নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। জেলার মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত।

সোমবার (২১ নভেম্বর) মুন্সীগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন। গুরুতর আহত যুবদলকর্মী শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন মারা যান। এ ঘটনায় ১৪ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।