ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাফায় ইসরাইলের হামলা: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ৪২৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার রাফায় হামলা চালিয়েছে ইসরাইল। বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি উপেক্ষা করেই ভূখণ্ডটিতে বন্দুক ও হেলিকপ্টার যোগে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। রাতভর হামলায় প্রাণ হারিয়েছে তিন ফিলিস্তিনি। আহত অনেকে।

আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে ইসরাইল। ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, গত ২৪ ঘণ্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত দুই সপ্তাহে চালানো হামলার সমান। এই সময়ে প্রাণ হারিয়েছে ৬০ ফিলিস্তিনি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছেড়েছেন ৮০ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরাইলি সেনারা রাফার পূর্বাঞ্চলকে আক্রমণ করেছে। এতে রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে।

এ ছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরাইল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরাইলি বিক্ষোভকারীরা। বন্ধ রাফাহ সীমান্ত পথও। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অঞ্চলটির সম্পূর্ণ মানবিক কার্যক্রম পঙ্গু হয়ে দূর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজটি শেয়ার করুন

রাফায় ইসরাইলের হামলা: নিহত ৩

আপডেট সময় : ১২:৫৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

গাজার রাফায় হামলা চালিয়েছে ইসরাইল। বাইডেনের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি উপেক্ষা করেই ভূখণ্ডটিতে বন্দুক ও হেলিকপ্টার যোগে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। রাতভর হামলায় প্রাণ হারিয়েছে তিন ফিলিস্তিনি। আহত অনেকে।

আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে ইসরাইল। ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেন, গত ২৪ ঘণ্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যা ওই এলাকায় গত দুই সপ্তাহে চালানো হামলার সমান। এই সময়ে প্রাণ হারিয়েছে ৬০ ফিলিস্তিনি।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলার মুখে মরিয়া হয়ে রাফা ছেড়েছেন ৮০ হাজার ফিলিস্তিনি। গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরাইলি সেনারা রাফার পূর্বাঞ্চলকে আক্রমণ করেছে। এতে রাফার পূর্বাঞ্চলের কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে।

এ ছাড়া টানা চতুর্থ দিনের মতো গতকালও বন্ধ ছিল গাজার ইসরাইল সীমান্তবর্তী কারেম সালেম ক্রসিং। সেখানে জর্ডানের পাঠানো ত্রাণবহর আটকে দিয়েছে ইসরাইলি বিক্ষোভকারীরা। বন্ধ রাফাহ সীমান্ত পথও। রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অঞ্চলটির সম্পূর্ণ মানবিক কার্যক্রম পঙ্গু হয়ে দূর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।