ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘মধ্যস্বত্বভোগীরাতো (ফড়িয়া) দাম নিয়ন্ত্রণ করছে। যে কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী একথা বলেন।

আগে কৃষকরা পণ্যের দাম পেত না এখন পাচ্ছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘ভালো দাম পাওয়ায় ভোক্তারা আবার চিৎকার করছে। আর বলছে, দাম বেশি। এই সমস্যা তো আছে। তবে উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘সরকারবিরোধীরা দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। তবে উন্নয়ন সহযোগীরা এসব আমলে নেন না।’

ব্যাংক একীভূতকরণের বিষয়ে মন্ত্রী জানান, ব্যাংকগুলোকে কন্ট্রোল করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়টি তারা দেখবে। এসময় সরকারি ব্যাংকের সঙ্গে বেসরকারি ব্যাংকের একীভূতকরণের এক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক নষ্ট করে ফেলছে, এজন্য এই একীভূতকরণ।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ব্যাংক সংস্কারের পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি দুর্বল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক প্রথমবারের মতো একীভূত হওয়ার চুক্তি সই হয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ কার্যালয়ে চলছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক-২০২৪। গত ১৫ এপ্রিল শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই বৈঠক শেষ হবে আগামীকাল (১৯ এপ্রিল)।

এবারের বৈঠকে সারাবিশ্ব থেকে ১৯০টি দেশের গভর্নর, ব্যাংকার, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা যোগ দিয়েছেন।

এই সম্মেলনে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, উন্নয়ন, নীতিমালা সংস্করণ, সমসাময়িক ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্ব দিয়ে প্রতি বছর এ বৈঠকের আয়োজন করে আইএমএফ।

নিউজটি শেয়ার করুন

‘মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না’

আপডেট সময় : ০১:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘মধ্যস্বত্বভোগীরাতো (ফড়িয়া) দাম নিয়ন্ত্রণ করছে। যে কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী একথা বলেন।

আগে কৃষকরা পণ্যের দাম পেত না এখন পাচ্ছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘ভালো দাম পাওয়ায় ভোক্তারা আবার চিৎকার করছে। আর বলছে, দাম বেশি। এই সমস্যা তো আছে। তবে উৎপাদন পর্যায়ে দেশে জিনিসপত্রের দাম কমছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘সরকারবিরোধীরা দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। তবে উন্নয়ন সহযোগীরা এসব আমলে নেন না।’

ব্যাংক একীভূতকরণের বিষয়ে মন্ত্রী জানান, ব্যাংকগুলোকে কন্ট্রোল করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়টি তারা দেখবে। এসময় সরকারি ব্যাংকের সঙ্গে বেসরকারি ব্যাংকের একীভূতকরণের এক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক নষ্ট করে ফেলছে, এজন্য এই একীভূতকরণ।’

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ব্যাংক সংস্কারের পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি দুর্বল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে গত ১৮ মার্চ এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক প্রথমবারের মতো একীভূত হওয়ার চুক্তি সই হয়।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ কার্যালয়ে চলছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক-২০২৪। গত ১৫ এপ্রিল শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই বৈঠক শেষ হবে আগামীকাল (১৯ এপ্রিল)।

এবারের বৈঠকে সারাবিশ্ব থেকে ১৯০টি দেশের গভর্নর, ব্যাংকার, অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা যোগ দিয়েছেন।

এই সম্মেলনে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা, উন্নয়ন, নীতিমালা সংস্করণ, সমসাময়িক ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্ব দিয়ে প্রতি বছর এ বৈঠকের আয়োজন করে আইএমএফ।