ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / ৪৫০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

ফুটবল বিশ্বকাপের ঠিক আগে আগেই যেন একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে আর্জেন্টিনার দিকে। একজনের পর এক ফুটবলার বিশ্বকাপের ঠিক আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। অ্যানহেল দি মারিয়া দিয়ে যার শুরু। এরপর লো সেলসো বেশ বাজেভাবেই ইনজুরিতে পড়েন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেলসোর।

ঘটনা পুরোনো, তাও একমাস আগের। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই চোট আবারও ঝেঁকে বসেছে। যে কারণে রোববার (৬ নভেম্বর) লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে ভয়ের খবর হয়ে এসেছে লিওনেল মেসির ইনজুরি। বিশ্বকাপের বাকি আর মাত্র ১৫ দিন। তবে এর আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মেসি। যদিও মেসির এই ইনজুরি খুব বেশি কিছু নয়। এমনকি বিশ্বকাপেও মাঠে নামা নিয়ে এখনও পর্যন্ত কোনো শঙ্কা নেই মেসিকে ঘিরে।

তবে এই ইনজুরির জন্য বিশ্বকাপের ঠিক আগে আগেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মাঠে নামছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন না সতর্কতার অংশ হিসেবে।

মেসির ইনজুরি নিয়ে এমন আপডেট দিয়েছে পিএসজি। যেখানে তারা জানিয়েছে এই আর্জেন্টাইন অধিনায়ক গোড়ালির পেছনের অংশে ব্যথা অনুভব করায় এই বিশ্রাম নিচ্ছে। পিএসজি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, মেসিকে এখন আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি।

সব মিলিয়ে এ মৌসুমটা দারুণ কাটছে লিওর। পিএসজির হয়ে ১৮ ম্যাচেই ১২ বার জালের দেখা পেয়েছেন তিনি। অ্যাসিস্টও করেছেন ১৪টি। ২০২২ সালে জাতীয় দলেও দুর্দান্ত ফর্মে তিনি। একটি হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১০ গোল। অ্যাসিস্ট আছে দুটি। এই ফর্ম ধরে রাখলে আকাশী-সাদা জার্সিধারীরা বিশ্বকাপে ভালো কিছু আশা করতেই পারে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি

আপডেট সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক : 

ফুটবল বিশ্বকাপের ঠিক আগে আগেই যেন একের পর এক দুঃসংবাদ ধেয়ে আসছে আর্জেন্টিনার দিকে। একজনের পর এক ফুটবলার বিশ্বকাপের ঠিক আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। অ্যানহেল দি মারিয়া দিয়ে যার শুরু। এরপর লো সেলসো বেশ বাজেভাবেই ইনজুরিতে পড়েন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে সেলসোর।

ঘটনা পুরোনো, তাও একমাস আগের। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই চোট আবারও ঝেঁকে বসেছে। যে কারণে রোববার (৬ নভেম্বর) লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না তিনি।

তবে আর্জেন্টিনার জন্য সবচেয়ে ভয়ের খবর হয়ে এসেছে লিওনেল মেসির ইনজুরি। বিশ্বকাপের বাকি আর মাত্র ১৫ দিন। তবে এর আগে আগেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মেসি। যদিও মেসির এই ইনজুরি খুব বেশি কিছু নয়। এমনকি বিশ্বকাপেও মাঠে নামা নিয়ে এখনও পর্যন্ত কোনো শঙ্কা নেই মেসিকে ঘিরে।

তবে এই ইনজুরির জন্য বিশ্বকাপের ঠিক আগে আগেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে মাঠে নামছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে মেসি খেলবেন না সতর্কতার অংশ হিসেবে।

মেসির ইনজুরি নিয়ে এমন আপডেট দিয়েছে পিএসজি। যেখানে তারা জানিয়েছে এই আর্জেন্টাইন অধিনায়ক গোড়ালির পেছনের অংশে ব্যথা অনুভব করায় এই বিশ্রাম নিচ্ছে। পিএসজি নিজেদের বিবৃতিতে জানিয়েছে, মেসিকে এখন আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে দলীয় অনুশীলনে যোগ দেবেন তিনি।

সব মিলিয়ে এ মৌসুমটা দারুণ কাটছে লিওর। পিএসজির হয়ে ১৮ ম্যাচেই ১২ বার জালের দেখা পেয়েছেন তিনি। অ্যাসিস্টও করেছেন ১৪টি। ২০২২ সালে জাতীয় দলেও দুর্দান্ত ফর্মে তিনি। একটি হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১০ গোল। অ্যাসিস্ট আছে দুটি। এই ফর্ম ধরে রাখলে আকাশী-সাদা জার্সিধারীরা বিশ্বকাপে ভালো কিছু আশা করতেই পারে।