ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিপিএলের টিকিট বিক্রি শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • / ৪৪৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

শুক্রবার (৬ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের খেলা। এবারের আসরে শিরোপার জন্য লড়বে সাতটি দল। আসরে মোট ম্যাচ হবে হবে ৪৬টি। যেখানে প্রথম পর্বে ৮টি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

এ ম্যাচগুলোর জন্য দুটি স্থানে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের বুথে এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। অগ্রিম টিকিট কাটার পাশাপাশি ম্যাচ ডে তেও টিকিট কেটে খেলা দেখার সুযোগ থাকছে বিপিএলে।

শুক্রবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম বনাম সিলেটের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটাও শুরু হবে বেলা আড়াইটায়। একই দিনে সন্ধ্যা ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে রংপুর। ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে এ টুর্নামেন্টের প্রথম পর্ব। এরপর চট্টগ্রাম পর্ব ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। মধ্যে দুই দিন আবার ঢাকা ফিরে পরের পর্ব হবে সিলেটে ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিপিএলের ফাইনাল হবে মিরপুরে ১৬ ফেব্রুয়ারিতে।

এবারের টুর্নামেন্টে সর্বনিম্ন ২০০ টাকায় টিকিট থাকছে। সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ২০০ টাকায় মিলবে পূর্বদিকের গ্যালারির টিকিট। উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। আর ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকার বিনিময়ে। সর্বোচ্চ টিকিটের দাম ১ হাজার ৫০০ ধার্য করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের ক্ষেত্রে। এছাড়া ভিআইপি স্ট্যান্ড হতে কেউ খেলা দেখতে চাইলে তাকে গুনতে হবে ১ হাজার টাকা।

 

 

নিউজটি শেয়ার করুন

বিপিএলের টিকিট বিক্রি শুরু

আপডেট সময় : ০২:৫৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

শুক্রবার (৬ জানুয়ারি) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের নবম আসরের খেলা। এবারের আসরে শিরোপার জন্য লড়বে সাতটি দল। আসরে মোট ম্যাচ হবে হবে ৪৬টি। যেখানে প্রথম পর্বে ৮টি ম্যাচ হবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

এ ম্যাচগুলোর জন্য দুটি স্থানে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট পাওয়া যাচ্ছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের বুথে এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা হতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে। অগ্রিম টিকিট কাটার পাশাপাশি ম্যাচ ডে তেও টিকিট কেটে খেলা দেখার সুযোগ থাকছে বিপিএলে।

শুক্রবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম বনাম সিলেটের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটাও শুরু হবে বেলা আড়াইটায়। একই দিনে সন্ধ্যা ৭টায় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার মুখোমুখি হবে রংপুর। ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় চলবে এ টুর্নামেন্টের প্রথম পর্ব। এরপর চট্টগ্রাম পর্ব ১৩ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। মধ্যে দুই দিন আবার ঢাকা ফিরে পরের পর্ব হবে সিলেটে ২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিপিএলের ফাইনাল হবে মিরপুরে ১৬ ফেব্রুয়ারিতে।

এবারের টুর্নামেন্টে সর্বনিম্ন ২০০ টাকায় টিকিট থাকছে। সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ২০০ টাকায় মিলবে পূর্বদিকের গ্যালারির টিকিট। উত্তর ও দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। আর ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকার বিনিময়ে। সর্বোচ্চ টিকিটের দাম ১ হাজার ৫০০ ধার্য করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের ক্ষেত্রে। এছাড়া ভিআইপি স্ট্যান্ড হতে কেউ খেলা দেখতে চাইলে তাকে গুনতে হবে ১ হাজার টাকা।