ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি কাছে টানার চেষ্টা করছে জাতীয় পার্টিকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • / ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: এবার জাতীয় পার্টিকে কাছে টানতে চাইছে বিএনপি। এরই মধ্যে দুদলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হয়েছে কয়েক দফা আলোচনা। বিষয়টি স্বীকার করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলীয় বৈঠকের অপেক্ষায় রয়েছেন জি এম কাদের।

আর বিএনপি নেতারা মনে করছেন, বৃহত্তর স্বার্থে এবার তাদের সঙ্গে আসবে জাতীয় পার্টি।

এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে বিএনপি। রাজপথে আছে যুগপৎ আন্দোলনে। তাতে এবার হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেও শামিল করতে চায় দলটি।

আর এ উদ্যোগ দৃশ্যমান হয় ১৬ বছর পর বিএনপির ইফতারে জাতীয় পার্টির নেতাদের অংশ গ্রহণে। একইভাবে জাতীয় পার্টির ইফতারেও শামিল হন বিএনপি নেতারা। এ ছাড়া নানা সামাজিক অনুষ্ঠানেও এক টেবিলে দেখা গেছে দুদলের নেতাদের।

এতে গুঞ্জন উঠেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কি আওয়ামী লীগ ছেড়ে, জোট বাঁধবে বিএনপির সঙ্গে?

এ প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এ নিয়ে নানা পর্যায়ে কথা হচ্ছে। জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে তিনি জানান, দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নির্বাচনের আগেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আলোচনার কথা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বৃহত্তর স্বার্থে মতভেদ ভুলে সামনে এগোনোর লক্ষ্যেই জাতীয় পার্টির সঙ্গে আলোচনা। আর এ ডাকে সাড়া মিলেছে বলেও দাবি তার।

সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।

নিউজটি শেয়ার করুন

বিএনপি কাছে টানার চেষ্টা করছে জাতীয় পার্টিকে

আপডেট সময় : ০১:৩৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক: এবার জাতীয় পার্টিকে কাছে টানতে চাইছে বিএনপি। এরই মধ্যে দুদলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে হয়েছে কয়েক দফা আলোচনা। বিষয়টি স্বীকার করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দলীয় বৈঠকের অপেক্ষায় রয়েছেন জি এম কাদের।

আর বিএনপি নেতারা মনে করছেন, বৃহত্তর স্বার্থে এবার তাদের সঙ্গে আসবে জাতীয় পার্টি।

এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে আছে বিএনপি। রাজপথে আছে যুগপৎ আন্দোলনে। তাতে এবার হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেও শামিল করতে চায় দলটি।

আর এ উদ্যোগ দৃশ্যমান হয় ১৬ বছর পর বিএনপির ইফতারে জাতীয় পার্টির নেতাদের অংশ গ্রহণে। একইভাবে জাতীয় পার্টির ইফতারেও শামিল হন বিএনপি নেতারা। এ ছাড়া নানা সামাজিক অনুষ্ঠানেও এক টেবিলে দেখা গেছে দুদলের নেতাদের।

এতে গুঞ্জন উঠেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি কি আওয়ামী লীগ ছেড়ে, জোট বাঁধবে বিএনপির সঙ্গে?

এ প্রশ্নে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এ নিয়ে নানা পর্যায়ে কথা হচ্ছে। জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে তিনি জানান, দলীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নির্বাচনের আগেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আলোচনার কথা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বৃহত্তর স্বার্থে মতভেদ ভুলে সামনে এগোনোর লক্ষ্যেই জাতীয় পার্টির সঙ্গে আলোচনা। আর এ ডাকে সাড়া মিলেছে বলেও দাবি তার।

সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন বিএনপি ও জাতীয় পার্টির নেতারা।