ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশ সফরের জন্য ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
  • / ৪২৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপক্ষে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের পর এবার বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের নারী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসি আই)।

বাংলাদেশ সফরে ভারত দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন হারমানপ্রীত কৌর। সহ-অধিনায়ক থাকবেন স্মৃতি মান্ধানা। দলে প্রথমবারের মতো নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আশা সোভানা ও সাজানা সজীবন। আর দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

২৮শে এপ্রিল থেকে ৯ মে, সিরিজের ৫টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আর ২৩শে এপ্রিল বাংলাদেশে পৌছানোর কথা ভারত দলের খেলোয়াড়দের। এই সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত নারী দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। আর সব শেষ গত বছরের জুলাইয়ে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সফরের জন্য ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা

আপডেট সময় : ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশের বিপক্ষে নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের পর এবার বাংলাদেশ সফরে আসছে ভারত নারী ক্রিকেট দল। চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের নারী টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসি আই)।

বাংলাদেশ সফরে ভারত দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন হারমানপ্রীত কৌর। সহ-অধিনায়ক থাকবেন স্মৃতি মান্ধানা। দলে প্রথমবারের মতো নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আশা সোভানা ও সাজানা সজীবন। আর দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

২৮শে এপ্রিল থেকে ৯ মে, সিরিজের ৫টি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। আর ২৩শে এপ্রিল বাংলাদেশে পৌছানোর কথা ভারত দলের খেলোয়াড়দের। এই সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত নারী দল। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। আর সব শেষ গত বছরের জুলাইয়ে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।