ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে এগিয়ে আসুন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

// রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ //

সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সেমিনার ও  মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। সোমবার (১৫ মে) সকালে স্থানীয় সার্কিট হাউজ কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। প্রেস কাউন্সিলের তত্বাবধায়ক মো.শাখাওয়াৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো.মাসুদ খান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আল-হেলাল মো.ইকবাল মাহমুদ, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ দে, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক সংবাদ প্রতিদিন ও বাংলা খবর প্রতিনিধি রাজু আহমেদ রমজান প্রমুখ।

সেমিনারে প্রেস কাউন্সিল নিয়ে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বাউল আল-হেলালের তাৎক্ষণিক লেখা “বাংলাদেশ প্রেস কাউন্সিল/সাংবাদিকদের বাড়াতে মান, উদ্দেশ্য করে হাসিল” শিরোনামে পরিবেশিত গানটি সকলের কাছে প্রশংসিত হয়। এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ইতিবাচক রিপোর্ট নিয়েও গান লেখেন আল-হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন বলেই পেশাগত মান বাড়ানো ও কর্মের স্বাধীনতা নিশ্চিত করতে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছেন। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। এই নীতিমালা মেনেই সত্য ও বস্তনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। তবে এই কাউন্সিলের ক্ষমতা আরো বাড়াতে হবে। পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সংগত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন,দেশের কাজে নিজেকে নিয়োজিত রেখে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে এগিয়ে আসুন।

বা/খ: এসআর।

 

নিউজটি শেয়ার করুন

বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে এগিয়ে আসুন : প্রেস কাউন্সিল চেয়ারম্যান

আপডেট সময় : ০৬:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

// রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ //

সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সেমিনার ও  মতবিনিময় সভায় মিলিত হয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। সোমবার (১৫ মে) সকালে স্থানীয় সার্কিট হাউজ কনফারেন্স রুমে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ শীর্ষক এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। প্রেস কাউন্সিলের তত্বাবধায়ক মো.শাখাওয়াৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো.মাসুদ খান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুস ছাত্তার, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা প্রতিনিধি আল-হেলাল মো.ইকবাল মাহমুদ, দৈনিক সুনামকন্ঠ সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জের খবর সম্পাদক পংকজ দে, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জের সময় সম্পাদক সেলিম আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য দৈনিক সংবাদ প্রতিদিন ও বাংলা খবর প্রতিনিধি রাজু আহমেদ রমজান প্রমুখ।

সেমিনারে প্রেস কাউন্সিল নিয়ে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক বাউল আল-হেলালের তাৎক্ষণিক লেখা “বাংলাদেশ প্রেস কাউন্সিল/সাংবাদিকদের বাড়াতে মান, উদ্দেশ্য করে হাসিল” শিরোনামে পরিবেশিত গানটি সকলের কাছে প্রশংসিত হয়। এর আগে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ইতিবাচক রিপোর্ট নিয়েও গান লেখেন আল-হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সাংবাদিকদের অনেক উঁচু স্থানের মানুষ মনে করতেন বলেই পেশাগত মান বাড়ানো ও কর্মের স্বাধীনতা নিশ্চিত করতে ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছেন। পেশাদার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের ২৫টি আচরণবিধি ও নীতিমালা রয়েছে। এই নীতিমালা মেনেই সত্য ও বস্তনিষ্ঠ খবর প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকদের ডাটাবেজ তৈরীসহ তাদের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। তবে এই কাউন্সিলের ক্ষমতা আরো বাড়াতে হবে। পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাস্তব ও ন্যায় সংগত লেখনীর মাধ্যমে সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন,দেশের কাজে নিজেকে নিয়োজিত রেখে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে এগিয়ে আসুন।

বা/খ: এসআর।