ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বরগুনাতে জাল-দলিলের জমিতে কলেজ নির্মাণ : নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / ৪৫৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: কামাল হোসেন তালুকদার, বরগুনা প্রতিনিধি :

বরগুনা জেলার আমতলীতে জাল-দলিলের জমিতে কলেজ নির্মাণ করে সভাপতি লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত ২০০৮ সালে স্থানীয় করিম ফকিরের পুত্র ও কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক, (?) মো: শহিদুল ইসলাম “ড: মো: শহিদুল ইসলাম কলেজ” নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন যার কলেজ কোড নং ১৬০১, ঊঐঘ-নং ১৩৪৮৭৬। সরকারী নীতিমালা অনুযায়ী একটি কলেজ প্রতিষ্ঠা করতে কলেজের নামে রেজিষ্ট্রি করিয়া ১.৫ (দেড় একর) একর জমি প্রদান করতে হয়। কিন্তু মো: শহিদুল ইসলামের পৈত্রিক সূত্রে প্রাপ্ত যৎসামান্য জমিতে কলেজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ২০০৮ সালে ২টি দাগে প্রাপ্ত পৈত্রিক জমিতে কলেজ ঘর নির্মাণ করে পার্শ্ববর্তী নিবারন চন্দ্র ধূপীর জমি কলেজের নামে হস্তান্তরের প্রস্তাব দেয়। নিবারন চন্দ্রের স্ত্রী মালতী রানী ৪টি অসহায় পুত্র সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে প্রস্তাবটি নাকচ করে দেয়। মো: শহিদুল ইসলাম এতে পিছ পা না হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নেন। তিনি বিগত ২০১০ সালের ১ আগস্ট নিবারন চন্দ্র ধূপীর ভূয়া পুত্র মঙ্গল চন্দ্র ধূপী ওরফে স্বপনকে জমির মালিক সাজিয়ে আমতলী এস,আর অফিসের ৩৯০৫ নং রেজিষ্ট্রিকৃত অর্পন নামা দলিলে ৮৩ শতাংশ জমি কলেজের নামে রেজিষ্ট্রি করে নেয়। ২০১০ সালে দলিল রেজিষ্ট্রি করার পর জমি দখলে নেওয়ার পায়তারা করলে মালতী রানীর পুত্র গোপাল চন্দ্র ধূপী জাল দলিলের বিরুদ্ধে আমতলী সহকারী জজ আদালত বরগুনায় মামলা করে। যার নং ২৫/২০১১। মামলাটি চলমান রয়েছে। মো: শহিদুল ইসলাম ফৌজদারী মামলাসহ নানা ভাবে মালতী রানীর পরিবার ও দলীয় লোকজনকে হয়রানী করে আসছে।

মো: শহিদুল ইসলাম কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে জাল স্বাক্ষরসহ বিভিন্ন দুর্নীতির কারনে কয়েক মাস সার্সপেন্ড ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় জেল হাজতে ছিলেন। নিজের প্রতিষ্ঠিত কলেজে স্ব-ঘোষিত সভাপতি তিনি। কলেজ প্রতিষ্ঠার পর একাধীক প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মৌখিক নিয়োগ দিয়ে কলেজ পরিচালনার দায়িত্ব দেন। অধ্যক্ষ ও বিভিন্ন বিষয়ের প্রভাষক নিয়োগের জন্য গত ২০১৪ সালের ৬ নভেম্বর    দৈনিক সমকাল পত্রিকায় বিজ্ঞপ্তির পর নীতিমালা মোতাবেক সভাপতির আপন ছোট ভাই মো: হাসানুজ্জামান অধ্যক্ষ পদে এবং স্ত্রী মাছুমা আক্তার খাদিজা প্রভাষক পদে নিয়োগ পান। এমপিওভুক্ত হওয়ার প্রাক্কালে ভাইকে বাদ দিয়ে ভূয়া সনদধারী নিজ স্ত্রী মাছুমা আক্তার খাদিজা বেগমকে প্রভাষক পদ থেকে অধ্যক্ষ পদে নিয়োগ দান করেন। এ সময় পূর্বের নিয়োগকৃত অনেক শিক্ষক কর্মচারীকে বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নতুন নতুন শিক্ষক কর্মচারী নিয়োগ দিতে থাকেন। যা ব্যান বেইজ তালিকা এবং ২০২০ সালের কলেজ শিক্ষকদের করোনা প্রনোদনার টাকা উত্তোলনের তালিকা দেখলেই প্রমানিত হবে। ৬ জুলাই ২২ তারিখ কলেজটি গচঙ-ভুক্ত হওয়ার পর নিয়োগ বাণিজ্যে আরেক ধাপ রদ-বদল হয় যাতে ড: মো: শহিদুল ইসলাম পকেট কমিটি বানিয়ে একক ভাবে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য চালিয়ে আসছেন।

অধ্যক্ষ, মো: হাসানুজ্জামান জানান, দৈনিক সমকাল পত্রিকায় বিজ্ঞপ্তির পর নীতিমালানুযায়ী অধ্যক্ষ নিয়োগ পেয়ে শিক্ষা বোর্ডসহ সকল অফিস আদালতের কাজকর্ম আমার সাক্ষরে পরিচালনা করি। এবং ব্যান বেইজে অধ্যক্ষ পদে তালিকায় নাম রয়েছে। গত ৬ জুলাই কলেজটি গচঙ-ভুক্ত হওয়ার পর ভূয়া সনদধারী নিজ স্ত্রী মাছুমা আক্তার খাদিজা বেগমকে প্রভাষক পদ থেকে অধ্যক্ষ পদে নিয়োগ দান করেন।

প্রতিষ্ঠাতা/ স্বঘোষিত সভাপতিকে মুঠোফোনে কল দিলে বলেন, আমি বরিশার বোর্ডে আছি কাজে ব্যস্ত আমি আমতলী এসে আপনার সাথে দেখা করব বলে কলেজের ব্যাপারে জানতে চাইলে মোবাইল কেটে দেন।

বরগুনা জেলা শিক্ষা অফিসার মো: জসিম উদ্দিন জানান, আমরা ৩জন এই কমিটিতে আছি। আমরা দলিলপত্র, নিয়োগ পত্র দেখব তারপর প্রতিবেদন দিব। নিয়োগকৃত অধ্যক্ষকে বাদ দেয়ার ব্যপারে জানান, মামলা করলে দেখব।

 

বা/খ: জই

নিউজটি শেয়ার করুন

বরগুনাতে জাল-দলিলের জমিতে কলেজ নির্মাণ : নিয়োগ বাণিজ্যের অভিযোগ

আপডেট সময় : ০৬:৩৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

মো: কামাল হোসেন তালুকদার, বরগুনা প্রতিনিধি :

বরগুনা জেলার আমতলীতে জাল-দলিলের জমিতে কলেজ নির্মাণ করে সভাপতি লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত ২০০৮ সালে স্থানীয় করিম ফকিরের পুত্র ও কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক, (?) মো: শহিদুল ইসলাম “ড: মো: শহিদুল ইসলাম কলেজ” নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন যার কলেজ কোড নং ১৬০১, ঊঐঘ-নং ১৩৪৮৭৬। সরকারী নীতিমালা অনুযায়ী একটি কলেজ প্রতিষ্ঠা করতে কলেজের নামে রেজিষ্ট্রি করিয়া ১.৫ (দেড় একর) একর জমি প্রদান করতে হয়। কিন্তু মো: শহিদুল ইসলামের পৈত্রিক সূত্রে প্রাপ্ত যৎসামান্য জমিতে কলেজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ২০০৮ সালে ২টি দাগে প্রাপ্ত পৈত্রিক জমিতে কলেজ ঘর নির্মাণ করে পার্শ্ববর্তী নিবারন চন্দ্র ধূপীর জমি কলেজের নামে হস্তান্তরের প্রস্তাব দেয়। নিবারন চন্দ্রের স্ত্রী মালতী রানী ৪টি অসহায় পুত্র সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে প্রস্তাবটি নাকচ করে দেয়। মো: শহিদুল ইসলাম এতে পিছ পা না হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নেন। তিনি বিগত ২০১০ সালের ১ আগস্ট নিবারন চন্দ্র ধূপীর ভূয়া পুত্র মঙ্গল চন্দ্র ধূপী ওরফে স্বপনকে জমির মালিক সাজিয়ে আমতলী এস,আর অফিসের ৩৯০৫ নং রেজিষ্ট্রিকৃত অর্পন নামা দলিলে ৮৩ শতাংশ জমি কলেজের নামে রেজিষ্ট্রি করে নেয়। ২০১০ সালে দলিল রেজিষ্ট্রি করার পর জমি দখলে নেওয়ার পায়তারা করলে মালতী রানীর পুত্র গোপাল চন্দ্র ধূপী জাল দলিলের বিরুদ্ধে আমতলী সহকারী জজ আদালত বরগুনায় মামলা করে। যার নং ২৫/২০১১। মামলাটি চলমান রয়েছে। মো: শহিদুল ইসলাম ফৌজদারী মামলাসহ নানা ভাবে মালতী রানীর পরিবার ও দলীয় লোকজনকে হয়রানী করে আসছে।

মো: শহিদুল ইসলাম কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে জাল স্বাক্ষরসহ বিভিন্ন দুর্নীতির কারনে কয়েক মাস সার্সপেন্ড ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় জেল হাজতে ছিলেন। নিজের প্রতিষ্ঠিত কলেজে স্ব-ঘোষিত সভাপতি তিনি। কলেজ প্রতিষ্ঠার পর একাধীক প্রভাষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মৌখিক নিয়োগ দিয়ে কলেজ পরিচালনার দায়িত্ব দেন। অধ্যক্ষ ও বিভিন্ন বিষয়ের প্রভাষক নিয়োগের জন্য গত ২০১৪ সালের ৬ নভেম্বর    দৈনিক সমকাল পত্রিকায় বিজ্ঞপ্তির পর নীতিমালা মোতাবেক সভাপতির আপন ছোট ভাই মো: হাসানুজ্জামান অধ্যক্ষ পদে এবং স্ত্রী মাছুমা আক্তার খাদিজা প্রভাষক পদে নিয়োগ পান। এমপিওভুক্ত হওয়ার প্রাক্কালে ভাইকে বাদ দিয়ে ভূয়া সনদধারী নিজ স্ত্রী মাছুমা আক্তার খাদিজা বেগমকে প্রভাষক পদ থেকে অধ্যক্ষ পদে নিয়োগ দান করেন। এ সময় পূর্বের নিয়োগকৃত অনেক শিক্ষক কর্মচারীকে বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে নতুন নতুন শিক্ষক কর্মচারী নিয়োগ দিতে থাকেন। যা ব্যান বেইজ তালিকা এবং ২০২০ সালের কলেজ শিক্ষকদের করোনা প্রনোদনার টাকা উত্তোলনের তালিকা দেখলেই প্রমানিত হবে। ৬ জুলাই ২২ তারিখ কলেজটি গচঙ-ভুক্ত হওয়ার পর নিয়োগ বাণিজ্যে আরেক ধাপ রদ-বদল হয় যাতে ড: মো: শহিদুল ইসলাম পকেট কমিটি বানিয়ে একক ভাবে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য চালিয়ে আসছেন।

অধ্যক্ষ, মো: হাসানুজ্জামান জানান, দৈনিক সমকাল পত্রিকায় বিজ্ঞপ্তির পর নীতিমালানুযায়ী অধ্যক্ষ নিয়োগ পেয়ে শিক্ষা বোর্ডসহ সকল অফিস আদালতের কাজকর্ম আমার সাক্ষরে পরিচালনা করি। এবং ব্যান বেইজে অধ্যক্ষ পদে তালিকায় নাম রয়েছে। গত ৬ জুলাই কলেজটি গচঙ-ভুক্ত হওয়ার পর ভূয়া সনদধারী নিজ স্ত্রী মাছুমা আক্তার খাদিজা বেগমকে প্রভাষক পদ থেকে অধ্যক্ষ পদে নিয়োগ দান করেন।

প্রতিষ্ঠাতা/ স্বঘোষিত সভাপতিকে মুঠোফোনে কল দিলে বলেন, আমি বরিশার বোর্ডে আছি কাজে ব্যস্ত আমি আমতলী এসে আপনার সাথে দেখা করব বলে কলেজের ব্যাপারে জানতে চাইলে মোবাইল কেটে দেন।

বরগুনা জেলা শিক্ষা অফিসার মো: জসিম উদ্দিন জানান, আমরা ৩জন এই কমিটিতে আছি। আমরা দলিলপত্র, নিয়োগ পত্র দেখব তারপর প্রতিবেদন দিব। নিয়োগকৃত অধ্যক্ষকে বাদ দেয়ার ব্যপারে জানান, মামলা করলে দেখব।

 

বা/খ: জই