ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে রোজা রেখে জামাতে নামাজ আদায়কারীদের পুরস্কৃত করলো ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
  • / ৪২৬ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; highlight: false; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোমারা পূর্বপাড়া ও দক্ষিণপাড়া জামে মসজিদে, রমজান মাস জুড়ে রোজা রেখে জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় মুসল্লিদের মধ্যে।

প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩০ টি রোজা রাখার পাশাপাশি উল্লেখিত দুটি মসজিদে এসে জমায়াতে নামাজ আদায় করা ১১ জন মুসল্লীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া আরো ১৮ জন মুসুল্লিকে সান্তনা পুরস্কার হিসেবে জায়নামাজ তুলে দেয়া হয়।

শনিবার বিকাল সাড়ে ৫ টায় ঢাকা ইউনিয়নের গোমারা ঈদগাহ ময়দানে বাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মনে করেন, এ ধরনের আয়োজন থেকে ধর্মীয় প্রকৃত ভাবধারায় অনুপ্রাণিত হবে মানুষ, যার ফলশ্রুতিতে ধর্মীয় মূল্যবোধের সমাজ করে উঠবে। একই সাথে সমাজ থেকে দূর হবে মাদক ও অশ্লীলতা।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে রোজা রেখে জামাতে নামাজ আদায়কারীদের পুরস্কৃত করলো ছাত্রলীগ

আপডেট সময় : ১১:৫৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের গোমারা পূর্বপাড়া ও দক্ষিণপাড়া জামে মসজিদে, রমজান মাস জুড়ে রোজা রেখে জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় স্থানীয় মুসল্লিদের মধ্যে।

প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩০ টি রোজা রাখার পাশাপাশি উল্লেখিত দুটি মসজিদে এসে জমায়াতে নামাজ আদায় করা ১১ জন মুসল্লীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এছাড়া আরো ১৮ জন মুসুল্লিকে সান্তনা পুরস্কার হিসেবে জায়নামাজ তুলে দেয়া হয়।

শনিবার বিকাল সাড়ে ৫ টায় ঢাকা ইউনিয়নের গোমারা ঈদগাহ ময়দানে বাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু হোসেনের সভাপতিতে অনুষ্ঠানে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্লাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মনে করেন, এ ধরনের আয়োজন থেকে ধর্মীয় প্রকৃত ভাবধারায় অনুপ্রাণিত হবে মানুষ, যার ফলশ্রুতিতে ধর্মীয় মূল্যবোধের সমাজ করে উঠবে। একই সাথে সমাজ থেকে দূর হবে মাদক ও অশ্লীলতা।

 

বাখ//আর