ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফরিদপুরে মধ্যরাতে পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলনের সময় অভিযানে ২৩টি ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ 

বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 0; highlight: true; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0003,0.0001; brp_del_sen:1.0000,1.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.47277743, 0.33151805);sceneMode: 2097152;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 38;

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের ধলার মোড় শহর রক্ষা বাধঁ এলাকায় রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় ৮টি স্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু কাটার কাজে জড়িতরা স্কেভেটর ও ট্রাক গুলো ফেলে পালিয়ে যায়।
বুধবার দিবাগত মধ্যরাতে শতাধিক ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড় এলাকায় শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু উত্তোলন করার অভিযোগে পেয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফরিদপুর জেলা প্রশাসন।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও স্কেভেটর ফেলে পালিয়ে যান চালকসহ অন্যান্যরা। পরে পরিত্যক্ত অবস্থায় ২৩ টি ছোট বড় ড্রাম ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ করে আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটর গুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে, সকালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মধ্যরাতে পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলনের সময় অভিযানে ২৩টি ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ 

আপডেট সময় : ০২:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
ফরিদপুরের ধলার মোড় শহর রক্ষা বাধঁ এলাকায় রাতের আধারে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় ৮টি স্কেভেটর ও ২৩টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু কাটার কাজে জড়িতরা স্কেভেটর ও ট্রাক গুলো ফেলে পালিয়ে যায়।
বুধবার দিবাগত মধ্যরাতে শতাধিক ডাম্প ট্রাক ও স্কেভেটর দিয়ে পদ্মা নদীর ফরিদপুরের ধলার মোড় এলাকায় শহররক্ষা বাঁধ ঘেঁষে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বালু উত্তোলন করার অভিযোগে পেয়ে পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফরিদপুর জেলা প্রশাসন।
ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক ট্রাক ও স্কেভেটর ফেলে পালিয়ে যান চালকসহ অন্যান্যরা। পরে পরিত্যক্ত অবস্থায় ২৩ টি ছোট বড় ড্রাম ট্রাক ও ৮টি স্কেভেটর জব্দ করে আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম জানান, জব্দকৃত ড্রাম ট্রাক ও স্কেভেটর গুলো পুলিশি প্রহরায় রাখা হয়েছে, সকালে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাখ//আর