ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকিস্তানে সাবেক ২ মন্ত্রী গ্রেফতার, বিক্ষোভে ৪৭ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাকিস্তানজুড়ে। এ অবস্থার মধ্যেই পিটিআইয়ের শীর্ষ আরও দুই নেতাসহ বিভিন্ন স্থান থেকে দলটির অন্তত ১ হাজার ৯০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশি অভিযান চালানো হয়েছে দলটির একাধিক শীর্ষস্থানীয় নেতার বাড়িতে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার রাতে ইসলামাবাদে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে। আজ বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ইমরান খান সরকারের সাবেক জ্বালানিমন্ত্রী মুহাম্মদ হাম্মাদ আজহারের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। পাশাপাশি আরও নয়জন নেতার বাসায় তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেছে পিটিআই।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের পর তাঁর দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর, ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী ও কুরেশি। এসব নেতাকে সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পিটিআইয়ের শীর্ষ আরও কয়েক নেতাকে গ্রেপ্তার করা হবে।

এদিকে, ইমরান খানকে গ্রেপ্তারের পর এখনো উত্তাল পাকিস্তান। তাঁর দল পিটিআইয়ের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। তবে পিটিআই’র দাবি, দুদিনের বিক্ষোভে ৪৭ জন প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে সাবেক ২ মন্ত্রী গ্রেফতার, বিক্ষোভে ৪৭ জন নিহত

আপডেট সময় : ০১:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাকিস্তানজুড়ে। এ অবস্থার মধ্যেই পিটিআইয়ের শীর্ষ আরও দুই নেতাসহ বিভিন্ন স্থান থেকে দলটির অন্তত ১ হাজার ৯০০ জনেরও বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তল্লাশি অভিযান চালানো হয়েছে দলটির একাধিক শীর্ষস্থানীয় নেতার বাড়িতে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার রাতে ইসলামাবাদে সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রেপ্তার করা হয় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে। আজ বৃহস্পতিবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ইমরান খান সরকারের সাবেক জ্বালানিমন্ত্রী মুহাম্মদ হাম্মাদ আজহারের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। পাশাপাশি আরও নয়জন নেতার বাসায় তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেছে পিটিআই।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের পর তাঁর দলের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন পিটিআইয়ের মহাসচিব আসাদ ওমর, ভাইস চেয়ারম্যান ফাওয়াদ চৌধুরী ও কুরেশি। এসব নেতাকে সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পিটিআইয়ের শীর্ষ আরও কয়েক নেতাকে গ্রেপ্তার করা হবে।

এদিকে, ইমরান খানকে গ্রেপ্তারের পর এখনো উত্তাল পাকিস্তান। তাঁর দল পিটিআইয়ের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত আটজন নিহত হয়েছেন। তবে পিটিআই’র দাবি, দুদিনের বিক্ষোভে ৪৭ জন প্রাণ হারিয়েছেন।