ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বিসমাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তারকা নারী এই অলরাউন্ডার এখনও খেলা চালিয়ে যাবেন।

বুধবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী পাক অধিনায়ক বিসমাহ মারুফ। টুইট বার্তায় নিজের পদত্যাগের বিষয়ে বিসমাহ লিখেছেন, ‘আমার কাছে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় সম্মান কিছু নেই। এটাই পরিবর্তনের সেরা সময় বলে মনে হয়েছে আমার। কম বয়সের কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন অধিনায়ক সব সময় আমার সাহায্য ও পরামর্শ পাবে। দলকেও যতটা সম্ভব ততটাই সাহায্য করব।’

এদিকে বিসমাহর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠী। এ প্রসঙ্গে পিসিবি প্রধান বলেন, ‘আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। সে (বিসমাহ) তরুণ সতীর্থদের সুযোগ করে দিতে চায়। তবে সে নেতৃত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বিসমাহ। কিন্তু নিজে ভালো ছন্দে থাকলেও অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। একমাত্র আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান।

শুধু বিশ্বকাপ নয়, গত কয়েক মাস ধরেই পাকিস্তান নারী ক্রিকেট দলের পারফরম্যান্স বেশ সাদামাটা। দলের ব্যর্থতার দায় নিয়েই বিসমাহ সরে দাঁড়ালেন বলে ধারণা করছে দেশটির গণমাধ্যম। তার নেতৃত্বে ৩৬ ওয়ানডে খেলে ১৬ ম্যাচে জয় পায় পাকিস্তান। আর ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ২৭টিতে।

২০১৩ সালে প্রথমবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দেন বিসমাহ। যদিও ২০১৬ সালে সানা মীরের পরিবর্তে তিনি স্থায়ীভাবে নেতৃত্ব পান। তার নেতৃত্বেই ২০২২ সালে একদিনের বিশ্বকাপ খেলে পাকিস্তান। গত বছর কমনওয়েলথ গেমসেও পাকিস্তানের অধিনায়ক ছিলেন বিসমাহ।

নিউজটি শেয়ার করুন

নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বিসমাহ

আপডেট সময় : ০২:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তারকা নারী এই অলরাউন্ডার এখনও খেলা চালিয়ে যাবেন।

বুধবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী পাক অধিনায়ক বিসমাহ মারুফ। টুইট বার্তায় নিজের পদত্যাগের বিষয়ে বিসমাহ লিখেছেন, ‘আমার কাছে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় সম্মান কিছু নেই। এটাই পরিবর্তনের সেরা সময় বলে মনে হয়েছে আমার। কম বয়সের কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন অধিনায়ক সব সময় আমার সাহায্য ও পরামর্শ পাবে। দলকেও যতটা সম্ভব ততটাই সাহায্য করব।’

এদিকে বিসমাহর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠী। এ প্রসঙ্গে পিসিবি প্রধান বলেন, ‘আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। সে (বিসমাহ) তরুণ সতীর্থদের সুযোগ করে দিতে চায়। তবে সে নেতৃত্ব ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবে।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বিসমাহ। কিন্তু নিজে ভালো ছন্দে থাকলেও অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। একমাত্র আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে জয় পেয়েছিল পাকিস্তান।

শুধু বিশ্বকাপ নয়, গত কয়েক মাস ধরেই পাকিস্তান নারী ক্রিকেট দলের পারফরম্যান্স বেশ সাদামাটা। দলের ব্যর্থতার দায় নিয়েই বিসমাহ সরে দাঁড়ালেন বলে ধারণা করছে দেশটির গণমাধ্যম। তার নেতৃত্বে ৩৬ ওয়ানডে খেলে ১৬ ম্যাচে জয় পায় পাকিস্তান। আর ৬২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ২৭টিতে।

২০১৩ সালে প্রথমবারের মতো পাকিস্তানকে নেতৃত্ব দেন বিসমাহ। যদিও ২০১৬ সালে সানা মীরের পরিবর্তে তিনি স্থায়ীভাবে নেতৃত্ব পান। তার নেতৃত্বেই ২০২২ সালে একদিনের বিশ্বকাপ খেলে পাকিস্তান। গত বছর কমনওয়েলথ গেমসেও পাকিস্তানের অধিনায়ক ছিলেন বিসমাহ।