ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় ১৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / ৪৫৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: গেল ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগীর রেকর্ড। এ ছাড়া উল্লেখিত সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ জুন) সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে দেশে নতুন করে আরও ১৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৩৬ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৫৩ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬০৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৯৭ জন। ছাড়া ঢাকার বাইরে ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ২১০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৮৪ জন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ জন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় ১৮৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ২

আপডেট সময় : ০৯:৩৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক: গেল ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ১৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ রোগীর রেকর্ড। এ ছাড়া উল্লেখিত সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (১০ জুন) সকাল ৮টা থেকে রোববার একই সময়ের মধ্যে দেশে নতুন করে আরও ১৮৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৩৬ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ৫৩ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৬০৩ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৯৭ জন। ছাড়া ঢাকার বাইরে ১০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ২১০ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৮৪ জন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ জন।