ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গোসাইরহাটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • / ৪২০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শরীয়তপুরের গোসাইরহাটে খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বর মাঠে এ মেলার অনুষ্ঠিত হয়। সহযোগিতায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, জেলা বেটেরিনারী অফিসার ডাঃ মো. আব্দুল মতিন সরকার, গোসাইরহাট থানা ইনচার্জ (ওসি তদন্ত) ওবায়দুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্তকর্তা ডাঃ তরুন কুমার রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা প্রাণীসম্পদ সম্পসারণ অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্পের খামারীরা উপস্থিত ছিলেন৷
প্রদর্শনী মেলায় প্রায় ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি,কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। প্রাণী সম্পদ প্রতিপালন ও এর উন্নত জাত নির্বাচনে এবং প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি ও খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গোসাইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার রায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।
বাখ//আর

নিউজটি শেয়ার করুন

গোসাইরহাটে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
শরীয়তপুরের গোসাইরহাটে খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল চত্বর মাঠে এ মেলার অনুষ্ঠিত হয়। সহযোগিতায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, জেলা বেটেরিনারী অফিসার ডাঃ মো. আব্দুল মতিন সরকার, গোসাইরহাট থানা ইনচার্জ (ওসি তদন্ত) ওবায়দুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্তকর্তা ডাঃ তরুন কুমার রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা প্রাণীসম্পদ সম্পসারণ অফিসার ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্পের খামারীরা উপস্থিত ছিলেন৷
প্রদর্শনী মেলায় প্রায় ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি,কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে। প্রাণী সম্পদ প্রতিপালন ও এর উন্নত জাত নির্বাচনে এবং প্রাণীজ প্রোটিনের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি ও খামারীদের উদ্বুদ্ধ করতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গোসাইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুন কুমার রায় বলেন, দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।
বাখ//আর