ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইল-ইউক্রেন সহায়তা আইনে বাইডেনের সই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / ৪২১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইল-তাইওয়ান ও ইউক্রেনের জন্য আমেরিকার সামরিক সহায়তা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২৪ শে এপ্রিল) আইনটিতে স্বাক্ষর করেছেন তিনি। এই আইন আমেরিকার অংশীদারদের তাদের সার্বভৌমত্বের হুমকি থেকে নিজেদের রক্ষা করায় সমর্থন দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই আইনে ইউক্রেনের জন্য ৬ হাজার একশো কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ রয়েছে। তবে প্রাথমিকভাবে ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। আর কয়েক ঘণ্টার মধ্যে এই অস্ত্র সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে হাউজের রিপাবলিকান নেতারা ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের জন্য ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাস করেন। পরে শনিবার বিলটির অনুমোদন দেয় সিনেটও। এই প্যাকেজের অধিকাংশই সামরিক সহায়তার জন্য ব্যয় করা হবে।

এই প্যাকেজের আওতায় মোট চারটি বিল রয়েছে। প্রথম বিলটিতে ইউক্রেনের জন্য ৬ হাজার একশো কোটি ডলারের তহবিল বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়টিতে, ইসরাইল ও বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার এবং তৃতীয়টিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জন্য ৮ শত ১২ কোটি ডলার বাধ্যতামূলক রাখা হয়েছে। আর চতুর্থ বিলে চীনা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা, ইউক্রেনে জব্দ করা রাশিয়ান সম্পদ হস্তান্তরের ব্যবস্থা এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার বিষয়গুলো অন্তর্ভুক্ত।

নিউজটি শেয়ার করুন

ইসরাইল-ইউক্রেন সহায়তা আইনে বাইডেনের সই

আপডেট সময় : ০১:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ইসরাইল-তাইওয়ান ও ইউক্রেনের জন্য আমেরিকার সামরিক সহায়তা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২৪ শে এপ্রিল) আইনটিতে স্বাক্ষর করেছেন তিনি। এই আইন আমেরিকার অংশীদারদের তাদের সার্বভৌমত্বের হুমকি থেকে নিজেদের রক্ষা করায় সমর্থন দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই আইনে ইউক্রেনের জন্য ৬ হাজার একশো কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ রয়েছে। তবে প্রাথমিকভাবে ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। আর কয়েক ঘণ্টার মধ্যে এই অস্ত্র সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে হাউজের রিপাবলিকান নেতারা ইউক্রেন, ইসরাইল ও তাইওয়ান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিন অংশীদারদের জন্য ৯ হাজার ৫০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ পাস করেন। পরে শনিবার বিলটির অনুমোদন দেয় সিনেটও। এই প্যাকেজের অধিকাংশই সামরিক সহায়তার জন্য ব্যয় করা হবে।

এই প্যাকেজের আওতায় মোট চারটি বিল রয়েছে। প্রথম বিলটিতে ইউক্রেনের জন্য ৬ হাজার একশো কোটি ডলারের তহবিল বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়টিতে, ইসরাইল ও বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য ২ হাজার ৬০০ কোটি ডলার এবং তৃতীয়টিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জন্য ৮ শত ১২ কোটি ডলার বাধ্যতামূলক রাখা হয়েছে। আর চতুর্থ বিলে চীনা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা, ইউক্রেনে জব্দ করা রাশিয়ান সম্পদ হস্তান্তরের ব্যবস্থা এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞার বিষয়গুলো অন্তর্ভুক্ত।