ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউক্রেনে ৫০ হাজার রুশ সৈন্য নিহত: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • / ৪২০ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার ৫০ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার (১৭ এপ্রিল) বিবিসি এ তথ্য দিয়েছে।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে। এরপর থেকে বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা মৃত্যুর সংখ্যা গণনা করছে। কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে।

বিবিসির বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে রুশ-অধিকৃত দোনেস্ক এবং লুহানস্কে মৃত্যুর সংখ্যা হিসাবে নেওয়া হয়নি। সেটি হিসাবে নিলে রাশিয়ার পক্ষে মৃতের সংখ্যা আরও বেশি হবে। সৈন্য নিহতের সংখ্যা নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা নিয়ে তেমন মন্তব্য করে না। গত ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধে তাদের ৩১ হাজার সৈন্য নিহত হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, তাদের ধারণা এই সংখ্যা আরও বেশি।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে ৫০ হাজার রুশ সৈন্য নিহত: বিবিসি

আপডেট সময় : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রাশিয়ার ৫০ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বুধবার (১৭ এপ্রিল) বিবিসি এ তথ্য দিয়েছে।

রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে। এরপর থেকে বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা মৃত্যুর সংখ্যা গণনা করছে। কবরস্থানে সৈন্যদের কবর, বিবিসির অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য এই পরিসংখ্যান তৈরিতে ব্যবহার করা হয়েছে।

বিবিসির বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে রুশ-অধিকৃত দোনেস্ক এবং লুহানস্কে মৃত্যুর সংখ্যা হিসাবে নেওয়া হয়নি। সেটি হিসাবে নিলে রাশিয়ার পক্ষে মৃতের সংখ্যা আরও বেশি হবে। সৈন্য নিহতের সংখ্যা নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা নিয়ে তেমন মন্তব্য করে না। গত ফেব্রুয়ারিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধে তাদের ৩১ হাজার সৈন্য নিহত হয়েছে। তবে মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, তাদের ধারণা এই সংখ্যা আরও বেশি।