ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে স্টোকসের বিশ্বরেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / ৪৩৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক ব্যাটিং, বোলিং ও কিপিং না করেও টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শনিবার (৩ জুন) ১০ উইকেটে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। লর্ডসের এ ম্যাচে মাত্র একটি ক্যাচ নেন স্টোকস। তাকে আর কিছুই করতে হয়নি।

ইংলিশদের বিপক্ষে ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আয়ারল্যান্ড। দলটির দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৬২ রানে। ফলে ১১ রানের টার্গেট পায় ইংল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৩টি চার মেরে দলকে জিতিয়ে দেন জ্যাক ক্রলি। এ নিয়ে ‘বাজবল’ খেলে ১৩ টেস্টের ১১টিতেই জিতল ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬২ রানে ৬ উইকেট হারিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে আয়ারল্যান্ড। এরপর হাল ধরেন অ্যান্ডি ম্যাকব্রায়েন ও মার্ক অ্যাডায়ার। দুজনে ১৬৫ বলে গড়েন ১৬৩ রানের পার্টনারশিপ। দুজনই ছিলেন সেঞ্চুরির সামনে। তবে দলীয় ৩২৫ রানে ম্যাথু পটসের বলে সেঞ্চুরির ১২ রান আগে আউট হন অ্যাডায়ার। ৭৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেন আইরিশ অলরাউন্ডার। ম্যাকব্রায়েন অপরাজিত ছিলেন ৮৬ রানে। সঙ্গীর অভাবে সেঞ্চুরি করা হয়নি তার।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ১৭২ রানে গুটিয়ে দেয় স্টোকস বাহিনী। আইরিশদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার জেমস ম্যাককালাম। এরপর জবাব দিতে নেমে ওয়ানডে স্টাইলে খেলে ইংল্যান্ড। অলি পোপের ডাবল সেঞ্চুরি ও বেন ডাকেটের ঝড়ো ১৮২ রানে রানপাহাড়ে ওঠে তারা। হাফ সেঞ্চুরি করেন জো রুট। ৪ উইকেটে ৫২৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দলটি।

নিউজটি শেয়ার করুন

আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে স্টোকসের বিশ্বরেকর্ড

আপডেট সময় : ১১:২৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩

ক্রীড়া ডেস্ক: আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইতিহাসে প্রথম কোনো অধিনায়ক ব্যাটিং, বোলিং ও কিপিং না করেও টেস্ট জয়ের স্বাদ পেয়েছেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শনিবার (৩ জুন) ১০ উইকেটে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। লর্ডসের এ ম্যাচে মাত্র একটি ক্যাচ নেন স্টোকস। তাকে আর কিছুই করতে হয়নি।

ইংলিশদের বিপক্ষে ৩৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল আয়ারল্যান্ড। দলটির দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৬২ রানে। ফলে ১১ রানের টার্গেট পায় ইংল্যান্ড। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৪ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ৩টি চার মেরে দলকে জিতিয়ে দেন জ্যাক ক্রলি। এ নিয়ে ‘বাজবল’ খেলে ১৩ টেস্টের ১১টিতেই জিতল ইংল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৬২ রানে ৬ উইকেট হারিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে আয়ারল্যান্ড। এরপর হাল ধরেন অ্যান্ডি ম্যাকব্রায়েন ও মার্ক অ্যাডায়ার। দুজনে ১৬৫ বলে গড়েন ১৬৩ রানের পার্টনারশিপ। দুজনই ছিলেন সেঞ্চুরির সামনে। তবে দলীয় ৩২৫ রানে ম্যাথু পটসের বলে সেঞ্চুরির ১২ রান আগে আউট হন অ্যাডায়ার। ৭৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেন আইরিশ অলরাউন্ডার। ম্যাকব্রায়েন অপরাজিত ছিলেন ৮৬ রানে। সঙ্গীর অভাবে সেঞ্চুরি করা হয়নি তার।

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ১৭২ রানে গুটিয়ে দেয় স্টোকস বাহিনী। আইরিশদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার জেমস ম্যাককালাম। এরপর জবাব দিতে নেমে ওয়ানডে স্টাইলে খেলে ইংল্যান্ড। অলি পোপের ডাবল সেঞ্চুরি ও বেন ডাকেটের ঝড়ো ১৮২ রানে রানপাহাড়ে ওঠে তারা। হাফ সেঞ্চুরি করেন জো রুট। ৪ উইকেটে ৫২৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দলটি।