ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ৪৪২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্ক: গুজরাট টাইটান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। সোমবার (২৯শে মে) রাতে বৃষ্টি আইনে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে ৫ম বারের মতো শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির দল।

হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে গুজরাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চেন্নাই। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুভমান গিল আর ঋদ্ধিমান সাহার ব্যাটে দারুণ শুরু পায় গুজরাট। সপ্তম ওভারে গিল ২০ বলে ৩৯ রান করে ফিরলে ভাঙে জুটি।

দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনকে নিয়ে ৪২ বলে ৬৪ রানের জুটি গড়েন ঋদ্ধিমান। ৩৬ বলে ফিফটি পূরণ করা উইকেটরক্ষক এই ব্যাটার ফেরেন দীপক চাহারের শিকার হয়ে। ৩৯ বলে তার ৫৪ রানের ইনিংসে ছিল ৫ চার আর ১ ছক্কার মার।

এরপর ৩৩ বলে ফিফটি করেন সুদর্শন। তবে এরপর এই ব্যাটার তোলেন ঝড়। মাত্র ৪৭ বলে করেন ৯৬ রান। আর চারে নামা হার্দিক পান্ডিয়া ১২ বলে খেলেন ২১ রানের ইনিংস। তাতে নির্ধারিত ২০ ওভারে গুজরাট সংগ্রহ করে ৪ উইকেটে ২১৪ রান।

এরপর ব্যাটে নামে চেন্নাই। তিনটি বল গড়ানোর পরই নামে বৃষ্টি। তাতে চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের। সে লক্ষ্যে নেমে দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড আর ডেভন কনওয়ে তোলেন ঝড়। প্রথম চার ওভারেই তারা পূরণ করেন দলীয় অর্ধশতক।

সপ্তম ওভারে আফগান স্পিনার নুর আহমেদ বোলিংয়ে এসে ফেরান দু’জনকেই। ঋতুরাজ ১৬ বলে ২৬ আর কনওয়ে ২৫ বলে করেন ৪৭ রান। এরপর তৃতীয় উইকেটে শিবম দুবেকে নিয়ে অজিঙ্কা রাহানে এগিয়ে নিতে থাকেন দলকে।

জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৯ রান দরকার ছিল চেন্নাইয়ের। এমন পরিস্থিতিতে ১১তম ওভারে ক্যাচ তুলে আউট হন রাহানে। দলীয় ১১৭ রানের মাথায় রাহানে ১৩ বলে ২৭ করে ফেরেন। ১৩তম ওভারে মোহিত শর্মার প্রথম তিন বল থেকে ১৬ রান তুলে রাইড়ু চেন্নাইয়ের জন্য ম্যাচটা সহজ করে তুললেও পরের বলে আউট হন। পরের বলে ফেরেন ধোনিও। জয়ের জন্য চেন্নাইয়ের ১২ বলে ২১ রানের প্রয়োজন হয়। কিন্তু ১৪তম ওভারে ৮ রান দেন মোহাম্মদ শামি। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে ৩ রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহিত শর্মা। তবে শেষ দুই বলে ছয় আর চারে চেন্নাইকে জেতান রবীন্দ্র জাদেজা। জাদেজা ৬ বলে ১৫ আর শিবম দুবে ২১ বলে ৩২ রান করেন।

শেষ পর্যন্ত ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় চেন্নাই। শেষ বলে লক্ষ্য পূরণ করে আইপিএলে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো মহেন্দ্র সিং ধোনির দল।

নিউজটি শেয়ার করুন

আইপিএলে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

আপডেট সময় : ১২:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

ক্রীড়া ডেস্ক: গুজরাট টাইটান্সকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। সোমবার (২৯শে মে) রাতে বৃষ্টি আইনে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে ৫ম বারের মতো শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির দল।

হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে গুজরাটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চেন্নাই। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুভমান গিল আর ঋদ্ধিমান সাহার ব্যাটে দারুণ শুরু পায় গুজরাট। সপ্তম ওভারে গিল ২০ বলে ৩৯ রান করে ফিরলে ভাঙে জুটি।

দ্বিতীয় উইকেটে সাই সুদর্শনকে নিয়ে ৪২ বলে ৬৪ রানের জুটি গড়েন ঋদ্ধিমান। ৩৬ বলে ফিফটি পূরণ করা উইকেটরক্ষক এই ব্যাটার ফেরেন দীপক চাহারের শিকার হয়ে। ৩৯ বলে তার ৫৪ রানের ইনিংসে ছিল ৫ চার আর ১ ছক্কার মার।

এরপর ৩৩ বলে ফিফটি করেন সুদর্শন। তবে এরপর এই ব্যাটার তোলেন ঝড়। মাত্র ৪৭ বলে করেন ৯৬ রান। আর চারে নামা হার্দিক পান্ডিয়া ১২ বলে খেলেন ২১ রানের ইনিংস। তাতে নির্ধারিত ২০ ওভারে গুজরাট সংগ্রহ করে ৪ উইকেটে ২১৪ রান।

এরপর ব্যাটে নামে চেন্নাই। তিনটি বল গড়ানোর পরই নামে বৃষ্টি। তাতে চেন্নাইয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের। সে লক্ষ্যে নেমে দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড আর ডেভন কনওয়ে তোলেন ঝড়। প্রথম চার ওভারেই তারা পূরণ করেন দলীয় অর্ধশতক।

সপ্তম ওভারে আফগান স্পিনার নুর আহমেদ বোলিংয়ে এসে ফেরান দু’জনকেই। ঋতুরাজ ১৬ বলে ২৬ আর কনওয়ে ২৫ বলে করেন ৪৭ রান। এরপর তৃতীয় উইকেটে শিবম দুবেকে নিয়ে অজিঙ্কা রাহানে এগিয়ে নিতে থাকেন দলকে।

জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৯ রান দরকার ছিল চেন্নাইয়ের। এমন পরিস্থিতিতে ১১তম ওভারে ক্যাচ তুলে আউট হন রাহানে। দলীয় ১১৭ রানের মাথায় রাহানে ১৩ বলে ২৭ করে ফেরেন। ১৩তম ওভারে মোহিত শর্মার প্রথম তিন বল থেকে ১৬ রান তুলে রাইড়ু চেন্নাইয়ের জন্য ম্যাচটা সহজ করে তুললেও পরের বলে আউট হন। পরের বলে ফেরেন ধোনিও। জয়ের জন্য চেন্নাইয়ের ১২ বলে ২১ রানের প্রয়োজন হয়। কিন্তু ১৪তম ওভারে ৮ রান দেন মোহাম্মদ শামি। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। প্রথম চার বলে ৩ রান দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মোহিত শর্মা। তবে শেষ দুই বলে ছয় আর চারে চেন্নাইকে জেতান রবীন্দ্র জাদেজা। জাদেজা ৬ বলে ১৫ আর শিবম দুবে ২১ বলে ৩২ রান করেন।

শেষ পর্যন্ত ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় চেন্নাই। শেষ বলে লক্ষ্য পূরণ করে আইপিএলে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো মহেন্দ্র সিং ধোনির দল।