শাহজাদপুরে মেরিনা জাহান কবিতা আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্ট
- আপডেট সময় : ০৮:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ৪৩৩ বার পড়া হয়েছে

বর্নাঢ্য আয়োজন ও সপ্তবর্ণ স্কুলের মনোমুগ্ধকর ডিস-প্লে প্রদর্শনের মাধ্যমে শাহজাদপুর প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চর নবীপুর নুরজাহান মযহার স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার শুভ উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ।
উদ্ভোধনী খেলায় বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, নবাগত ইউএনও সাদিয়া আফরিন, আওয়ামী লীগ নেতা সুমগ্ন করিম, হুমায়ুন কবির টিপু, মুস্তাক আহম্মেদ, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারুফ হোসেন সুনাম, মনিরুল গনি চৌধুরী শুভ্র প্রমূখ ।
উক্ত খেলায় উদ্বোধনী খেলায় ঠাকুরগাও ফুটবল একাদশ ৪ – ২ গোলে গাজীপুর একাদশকে পরাজিত করে। ম্যান আব দা ম্যাচ নির্বাচিত হয় ঠাকুরগাঁও ফুটবল একাদশের অধিনায়ক সাগরকে পুরস্কার দেয়া হয়।
এদিকে খেলা শুরুর আগে সাফ ফুটবল জয়ী আঁখি কে সংবর্ধনা দেয়া হয় । পরে আঁখিকে এক লক্ষ টাকা ও ক্রেষ্ট প্রদান করেন সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ও সাবেক এমপি চয়ন ইসলাম । এ সময় ফুটবলার আঁখি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন । উক্ত খেলায় দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।