শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পানির অভাবে সেচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য  চিতলমারীতে ৬ টি মামলায় ১২ হাজার টাকা অর্থদন্ড মীরসরাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি দোকানকে জরিমানা ৯৩টি দলের বেশিরভাগেরই কাগজপত্র ঠিক নেই: ইসি কাপ্তাইয়ে স্বাধীনতা দিবস শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত  আফগানিস্তানকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা চেয়ারম্যান করছেন রাজমিস্ত্রীর কাজ  শ্রীলঙ্কাকে ৭৬ রানে গুটিয়ে নিউজিল্যান্ডের বড় জয়

ভাড়ায় মিলছে বয়ফ্রেন্ড!

ভাড়ায় মিলছে বয়ফ্রেন্ড!

আন্তর্জাতিক ডেস্ক : 

ভাড়ায় পাওয়া যাচ্ছে প্রেমিক। কথায় আছে, পয়সা দিলে কী না হয়! কিন্তু তাই বলে বয়ফ্রেন্ড? ভালোবাসার মতো একান্ত ব্যক্তিগত অনুভূতিও বিক্রি হচ্ছে খোলা বাজারে? শুনতে অবাক লাগলেও সত্যি! এক যুবক নিজেকে ‘ভাড়ার বয়ফ্রেন্ড’ হিসেবে প্রচার করতে রীতিমতো রাস্তায় নেমে পরেছেন। হঠাৎ এমন দাবীর কারণ কী?

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভাড়ায় মিলছে বয়ফ্রেন্ড! শুনতে আজব লাগলেও বাস্তবে অর্থের বিনিময়ে মিলছে প্রেমিক। এই ঘটনা ভারতের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবক নিজেকে ‘ভাড়ার বয়ফ্রেন্ড’ হিসেবে প্রচার করতে রীতিমতো রাস্তায় নেমেছেন। নয়াদিল্লির গুরগাঁওয়ের শকুল গুপ্ত (৩১) নামে এক ব্যক্তি ঘটিয়েছেন এই কাণ্ড। সম্প্রতি তার সেই অদ্ভুত কাজের একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে, কোট প্যান্ট পরে রাস্তায় দাঁড়িয়ে আছেন তিনি। এক হাতে লাল গোলাপ। আর দুই হাতে ধরে আছেন একটি পোস্টার। পোস্টারে লেখা, ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’। অর্থাৎ ‘ভাড়ার প্রেমিক’। শুনতে অবাক লাগলেও সত্যি। নিজেকে ভাড়ার প্রেমিক বলেই দাবি করেছেন শকুল।

ওই যুবক জানান, প্রায় পাঁচ বছর আগে থেকেই তিনি এমন অদ্ভুত পরিষেবা শুরু করেছেন। শকুল দাবি করেছেন, কেউ কাউকে ‘আই লাভ ইউ’ বলছে শুনলেই তিনি ভীষণভাবে মানসিক চাপে পড়তেন। তার মনে হতো এতদিনেও তিনি প্রেমিকা পেলেন না, এর থেকে বড় ব্যর্থতা আর কী হতে পারে!

তিনি জানান, তাকে ভাড়ায় রাখলে বেশ কিছুক্ষণ ভালো সময় উপহার দেবেন তিনি। গ্রাহকদের জন্য এমনই পরিষেবার ঘোষণা করেন তিনি। শকুল জানান, ইতিমধ্যেই ৫০ জন নারী ভাড়ায় রেখেছেন তাকে। সূত্র : ইকোনমিক টাইমস।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *