ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্যর্থ এরদোগান, হবে দ্বিতীয়পর্বের ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
  • / ৪৪৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্য হলো। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হলেন রিসেপ তাইয়েপ এরদোগান। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলুর সাথে দ্বিতীয়পর্বের ভোট হবে আগামী ২৮ মে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে কয়েক দশকের মধ্যে চরম হাড্ডাহাড্ডি লড়াইর সাক্ষী হলো তুরস্ক। ৯৮ দশমিক ছয় সাত শতাংশ ভোট গণনা শেষে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট।

এতে দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান ৪৯ দশমিক তিন চার এবং কিলিচদারোগলু ৪৫ শতাংশ ভোট পান। কোন প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দেশটির নির্বাচনী আইনে দ্বিতীয় দফা ভোট হবে শীর্ষে থাকা নিকটতম দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে।

ফলাফল আসতে থাকলে রবিবার রাতে আঙ্কারায় দলীয় কার্যালয়ের বাইরে এরদোগান বলেন, রাজনীতিক ক্যারিয়ারে বরাবরের মতো এবারও জনগণের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন। জয়-পরাজয় নির্ধারণী দ্বিতীয় দফা ভোটে জয়ের আশাবাদ তার।

এদিকে, এরদোগানের নির্বাচনী ক্যাম্পের বিরুদ্ধে ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগ তুলেছেন কিলিচদারোগলু। বলেছেন, জনগণের রায় ছিনিয়ে নেয়ার অপচেষ্টা চলছে। আহ্বান জানান, জাতীয় নির্বাচনী বোর্ডকে ব্যবস্থা নিতে।

নিউজটি শেয়ার করুন

ব্যর্থ এরদোগান, হবে দ্বিতীয়পর্বের ভোট

আপডেট সময় : ১১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: আশঙ্কাই সত্য হলো। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হলেন রিসেপ তাইয়েপ এরদোগান। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলুর সাথে দ্বিতীয়পর্বের ভোট হবে আগামী ২৮ মে।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে কয়েক দশকের মধ্যে চরম হাড্ডাহাড্ডি লড়াইর সাক্ষী হলো তুরস্ক। ৯৮ দশমিক ছয় সাত শতাংশ ভোট গণনা শেষে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট।

এতে দুই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোগান ৪৯ দশমিক তিন চার এবং কিলিচদারোগলু ৪৫ শতাংশ ভোট পান। কোন প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দেশটির নির্বাচনী আইনে দ্বিতীয় দফা ভোট হবে শীর্ষে থাকা নিকটতম দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে।

ফলাফল আসতে থাকলে রবিবার রাতে আঙ্কারায় দলীয় কার্যালয়ের বাইরে এরদোগান বলেন, রাজনীতিক ক্যারিয়ারে বরাবরের মতো এবারও জনগণের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন। জয়-পরাজয় নির্ধারণী দ্বিতীয় দফা ভোটে জয়ের আশাবাদ তার।

এদিকে, এরদোগানের নির্বাচনী ক্যাম্পের বিরুদ্ধে ফলাফল ঘোষণায় কারচুপির অভিযোগ তুলেছেন কিলিচদারোগলু। বলেছেন, জনগণের রায় ছিনিয়ে নেয়ার অপচেষ্টা চলছে। আহ্বান জানান, জাতীয় নির্বাচনী বোর্ডকে ব্যবস্থা নিতে।