বিয়ে করলেন হরিশ কল্যাণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ৪৩৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :
বিয়ে করলেন তামিল অভিনেতা হরিশ কল্যাণ। কনের নাম নর্মদা উদয় কুমার।
শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৯টায় চেন্নাইয়ে হিন্দু রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে হরিশ বলেন, আমাদের বিয়েটা পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে। পরিবারের মাধ্যমে আমাদের পরিচয় এবং পরস্পরকে পছন্দ করি। নর্মদাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি অনেক খুশি।
২০১০ সালে তামিল ‘সিন্ধু সামভেলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন হরিশ। একই বছর উপহার দেন ‘অরিড়ু অরিড়ু’ সিনেমা।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোরিয়ালান’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন হরিশ। ‘জার্সি’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত তার অভিনীত ১৫টি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তিন সিনেমা।