নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে আহত আরো একজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ (শনিবার) মৃধা আজম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিল। বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সমন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো তাকে। শ্বাসনালীসহ তার শরীরে ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিলো। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।
এর আগে গতকাল শুক্রবার বার্ন ইনস্টিটিউটে দগ্ধ অবস্থায় মারা যান মুসা হায়দার নামে আরও একজন। আর বর্তমানে দগ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন ৭ জন। তাদের মধ্যে মো. হাসান নামে একজন রয়েছেন আইসিইউতে। তবে ৭ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এছাড়া সম্রাট নামে একজনের মরদেহ ঘটনার ওই রাতেই ঢাকা মেডিকেল থেকে কোনো পক্রিয়া ছাড়াই নিয়ে যান স্বজনরা। তার নাম জেলা প্রশাসনের খাতায় লিপিবদ্ধ হয়নি।