তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর প্রতিনিধি:
‘বিএনপি জামায়াত নেতারা স্বাধীনতা বিরোধী তাই মুজিবনগরে যায় না। মুজিবনগর সরকারেকে বিশ্বাস করেনা বলেই তারা মুজিবনগরে যায় না। আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। আর বর্তমান সরকার দেশের উন্নয়ন করছে। দেশের প্রতি মমত্ববোধ আছে। বিএনপি চোরা পথে ক্ষমতায় আসতে চায়, তাই বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে। তত্বাবধায়ক সরকারের ধোঁয়া তুলে রাজপথ গরম করার চেষ্টা করছে। বিএনপি’র সে খায়েস পূরণ হবে না। তত্বাবধায়ক সরকার আর কোনদিন ফিরে আসবে না। আগের বিএনপি জামায়াতের সময় ১ কোটি ৭৩ লাখ ভুয়া ভোটার করেছিল। ভুয়া ভোটার করে জনগণের সাথে প্রতারণা করায় এখন বিএনপি জনবিচ্ছিন্ন। খাম্বা তারেক ২১ আগষ্ট গ্রেনেড হামলার আসামী হয়ে এখন বিদেশে পলাতক। সে আমেরিকায় ঢুকতে পারে না। কোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামী। সার আর বিদ্যুতে দেশের মানুষকে কষ্ট দেয়ায় বিএনপি এখন আস্তাকুড়ে। ১০ ডিসেম্বর সরকার পড়ে যাবে বলে তাদের নেতাকর্মীদের চাঙ্গা করতে চেয়েছিল। ১০ তারিখে তারা মাঠেই নামতে পারেনি।’ শনিবার বিকেলে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে বিএনপি জামায়তের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।
শান্তি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. ইবরাহীম শাহীনসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বা/খ : এসআর।